ভারতের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, আসন্ন এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে খেলবে না ভারত। এসিসি’কে চিঠি দিয়ে দুটি আসর থেকেই নাম প্রত্যাহার করেছে বিসিসিআই। এমন খবরে বিসিসিআিই-এর সেক্রেটারি জানিয়েছেন, বেরিয়ে যাওয়া তো দূরের কথা বোর্ড সভায় এই বিষয়ে কোন আলাপই হয়নি। 

বিসিসিআই-এর সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া বলেন, ‘আজ সকাল থেকেই কিছু প্রতিবেদন নজরে এসেছে, সেখানে বলা হয়েছে- বিসিসিআই ছেলেদের এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এমন খবর পুরোপুরিই মিথ্যা, বিসিসিআই এশিয়া কাপ নিয়ে কোন আলোচনা করেনি এবং এই টুর্নামেন্ট নিয়ে এখনো কোন পদক্ষেপ নেয়নি।’ 

তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আইপিএলে মনোযোগ রেখেছে। সঙ্গে ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের পরিকল্পনা ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করছে। 

এবারের ছেলেদের এশিয়া কাপের আয়োজক ভারত। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় হওয়ার কথা। কিন্তু ভারতে পাকিস্তানের হামলার অভিযোগ ও পরবর্তীতে পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের প্রভাবে এশিয়া কাপ বাতিলের শঙ্কা জাগে।

ভারতের দিক থেকে পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ক্রিকেট বন্ধেরও দাবি জানানো হয়েছে। ভারতীয় জাতীয় দলের হেড কোচ ও বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার বিপক্ষে। এমনকি এসিসি ও আইসিসির ইভেন্টেও তারা একে অপরের মুখোমুখি হতে চান না। সুনীল গাভাস্কারও একই প্রস্তাব দিয়েছেন।

সাইকিয়া জানিয়েছেন, এশিয়া কাপ নিয়ে বিসিসিআই কোন সিদ্ধান্তে আসলে তা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে এসিসির টুর্নামেন্ট নিয়ে তারা ভাবছেন না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স স আই ব স স আই

এছাড়াও পড়ুন:

বাসচাপায় শেষ বাবা, পা গেছে মেয়ের, হাত ভেঙেছে অন্তঃসত্ত্বা স্ত্রীর

রাজশাহীর বাঘায় বাসচাপায় জাহেদুল ইসলাম শান্ত (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার মেয়ে উম্মে তুরাইফা খাতুনের (৫) পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হাত ভেঙেছে স্ত্রী জেসমিন আক্তারের (২৪)। তিনি অন্তঃসত্ত্বা।

সোমবার (১৯ মে) সকাল পৌনে ৯টার দিকে বাঘা-ঈশ্বরদী মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে জাহিদুল মারা যান। তাদের বাড়ি নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি জামতলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে জাহেদুল ইসলাম মোটরসাইকেলযোগে মেয়ে তুরাইফাকে রাজশাহীর বাঘা উপজেলার একটি স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী জেসমিন। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি পরিবহনের একটি বাসের তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন:

ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

বাহুবলে মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালক নিহত

আহতদের আত্মীয় আবিদ হাসান বলেন, ‘‘জেসমিন আক্তার সন্তানসম্ভবা। তাকে রামেকের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জাহেদুল ও তার মেয়েকে অপারেশনের পর ঢাকায় নেওয়ার কথা বলেছিলেন চিকিৎসক। কিন্তু, তার আগেই জাহেদুল মারা গেছেন।’’

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘‘দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ