কাঁধে সার্জারি করাবেন বেলিংহাম, ক্লাব বিশ্বকাপ শেষ এনড্রিকের
Published: 22nd, May 2025 GMT
প্রায় দেড় বছর একটা ইনজুরি বয়ে বেড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। এবার স্থায়ী সমাধানের আশায় সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে সার্জারি করালে সুস্থ হয়ে মাঠে ফিরতে তিন মাসের মতো লেগে যাবে তার।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদে এসেই কাঁধের ইনজুরিতে পড়েছিলেন বেলিংহাম। তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে মাঠে ফিরলেও কাঁধের সংযোগ পুরোপুরি জোড়া লাগেনি। ওই ইনজুরি নিয়ে গত মৌসুমের পাশাপাশি চলতি মৌসুম খেলে গেছেন তিনি। কিন্তু আগামী বছর বিশ্বকাপ থাকায় স্থায়ী সমাধানের কথা ভাবছেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার।
তবে সার্জারি বেলিংহাম ক্লাব বিশ্বকাপের পরে করাতে পারেন। সার্জারি করালে তিনি আগামী মৌসুমের শুরুতে খেলতে পারবেন না। ক্লাব বিশ্বকাপে লস ব্লাঙ্কোসরা ইনজুরি কাটিয়ে ফেরা এদের মিলিতাও এবং দানি কারভাহালকে পেতে যাচ্ছে। তবে ইনজুরি নিয়ে ছিটকে গেছেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক।
তিনি ডান পায়ের মাংশপেশির ইনজুরিতে পড়েছেন। রিয়াল মাদ্রিদ তার ইনজুরির কথা জানালেও কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, দুই মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ানকে। যার অর্থ জুনে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে তো বটেই জুনের ক্লাব বিশ্বকাপের দলেও থাকা হবে না তার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনড র ক ফ ফ ক ল ব ব শ বক প ক ল ব ব শ বক প ইনজ র
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা