কাঁধে সার্জারি করাবেন বেলিংহাম, ক্লাব বিশ্বকাপ শেষ এনড্রিকের
Published: 22nd, May 2025 GMT
প্রায় দেড় বছর একটা ইনজুরি বয়ে বেড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। এবার স্থায়ী সমাধানের আশায় সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে সার্জারি করালে সুস্থ হয়ে মাঠে ফিরতে তিন মাসের মতো লেগে যাবে তার।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদে এসেই কাঁধের ইনজুরিতে পড়েছিলেন বেলিংহাম। তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে মাঠে ফিরলেও কাঁধের সংযোগ পুরোপুরি জোড়া লাগেনি। ওই ইনজুরি নিয়ে গত মৌসুমের পাশাপাশি চলতি মৌসুম খেলে গেছেন তিনি। কিন্তু আগামী বছর বিশ্বকাপ থাকায় স্থায়ী সমাধানের কথা ভাবছেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার।
তবে সার্জারি বেলিংহাম ক্লাব বিশ্বকাপের পরে করাতে পারেন। সার্জারি করালে তিনি আগামী মৌসুমের শুরুতে খেলতে পারবেন না। ক্লাব বিশ্বকাপে লস ব্লাঙ্কোসরা ইনজুরি কাটিয়ে ফেরা এদের মিলিতাও এবং দানি কারভাহালকে পেতে যাচ্ছে। তবে ইনজুরি নিয়ে ছিটকে গেছেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক।
তিনি ডান পায়ের মাংশপেশির ইনজুরিতে পড়েছেন। রিয়াল মাদ্রিদ তার ইনজুরির কথা জানালেও কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, দুই মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ানকে। যার অর্থ জুনে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে তো বটেই জুনের ক্লাব বিশ্বকাপের দলেও থাকা হবে না তার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনড র ক ফ ফ ক ল ব ব শ বক প ক ল ব ব শ বক প ইনজ র
এছাড়াও পড়ুন:
তিউনেসিয়ায় প্রেসিডেন্টকে নিয়ে খবর না দেখায় কারাদণ্ড
টেলিভিশনে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে সম্প্রচারিত একটি খবর দেখতে অস্বীকৃতি জানানোয় একজন তিউনিসীয় বন্দীকে বাড়তি আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি মানবাধিকার সংস্থা এবং ওই বন্দীর আইনজীবী গত শুক্রবার এ কথা জানিয়েছেন।
আইনজীবী আদেল সাগাইর বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রথমে দণ্ডবিধির ৬৭ ধারায় অভিযোগ আনা হয়েছিল। এই ধারা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সম্পর্কিত। পরে মামলাটির রাজনৈতিক দিকটি আড়াল করতে ওই ধারা পরিবর্তন করে জনসমক্ষে অশোভন আচরণের অভিযোগ আনা হয়।
তিউনিসিয়া লিগ ফর হিউম্যান রাইটসের গাফসা শহর শাখা জানায়, ওই বন্দী তাঁর কারাকক্ষের টেলিভিশনে প্রেসিডেন্টকে নিয়ে সম্প্রচারিত একটি সংবাদ দেখতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সাইদ ২০১৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। ২০২১ সালে একচেটিয়াভাবে দেশটির সার্বিক ক্ষমতা দখল করেন। এর পর থেকে ডিক্রি দিয়ে শাসন করেছেন।
গত বছরের অক্টোবরে উত্তর আফ্রিকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পান কাইস সাইদ। তবে নির্বাচনে ভোট পড়ার হার ছিল দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম।