বগুড়ায় আজিজুল হক কলেজে সুহৃদের কবিতা উৎসব
Published: 27th, May 2025 GMT
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ শাখা সুহৃদ সমাবেশের উদ্যেগে অনুষ্ঠিত হয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। মঙ্গলবার কলেজের নতুন ভবনের ১১৩ নম্বর রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।
সুহৃদ কলেজ শাখার সভাপতি আবু সাইদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কলেজ সুহৃদ উপদেষ্টা টিপু সুলতান, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সমকাল সুহৃদের উপদেষ্টা মোস্তফা কামাল সরকার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সমকাল সুহৃদের উপদেষ্টা মোঃ মতিউর রহমান, সমকাল বগুড়ার ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান এস এম কাওসার, জেলা সুহৃদ সমাবেশের সভাপতি আবু মোত্তালেব মানিক, সিনিয়র সহ-সভাপতি সাজিয়া আফরিন সোমা, সহ-সভাপতি আব্দুর রহমান, সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, সানজিদা জুই, আব্দুর রউফ প্রমুখ।
অধ্যক্ষ প্রফেসর মো.
সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা শাখা সহযোগিতায় সমকাল সুহৃদ আজিজুল হক কলেজ শাখা শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশে উৎসাহ প্রদানের লক্ষ্যে গত ২৯ এপ্রিল কলেজ ক্যাম্পাসে ঘোষণা দেওয়া হয় উন্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার। এতে কলেজের বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেখান থেকে বাছাই করা হয় সেরা ১০ জন এবং তাদের মধ্য থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় তিনজন।
সেরা তিন বিজয়ী হলেন- মোছাঃ আল-জ্বাছিয়াহ্ আলম, মহসিনা ইসলাম এবং রবিউল ইসলাম শাকিল। এই তিনসহ সেরা ১০ জন হলেন-ফাবিহা ফেরদৌসী, আইনুল হক, রুফাইদা আফরিন, মহিমা বিনতে ইমরান, আজমাইন জিতু, হুমায়ন কবির হিমু, উম্মে হানি হিয়া।
তাদেরকে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও সাহিত্যবিষয়ক বই দেওয়া হয়।
আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক তামান্না ইয়াসমিন, ইতিহাস বিভাগের প্রভাষক আরিফুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তাসলিমা ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল হামিদ।
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ সমক ল স হ দ কল জ শ খ ইসল ম
এছাড়াও পড়ুন:
৬ কোটি টাকার টিকিট বিক্রি
চলতি বছরের তৃতীয় ছবি হিসেবে মাল্টিপ্লেক্সে ছয় কোটি টাকার টিকিট বিক্রি করল তানিম নূরের ‘উৎসব’। মুক্তির ৩৩ দিনে এ কীর্তি গড়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এ টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি পেছনে ফেলেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাকে।
সিনেমার নির্মাতা তানিম নূর প্রথম আলোকে বলেন, ‘মাল্টিপ্লেক্সের মতো সিঙ্গেল স্ক্রিন ও দেশের বাইরে এখনো বেশ ভালো চলছে ‘উৎসব’। তবে সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়াতে এখনো জানাতে পারিনি আমরা। আজ ৩৪তম দিন চলছে। গতকালও কয়েকটি হাউসফুল শো গেছে, আজকেও বেশ ভালো যাচ্ছে। সব মিলিয়ে এখনো দর্শকের দারুণ আগ্রহ দেখতে পাচ্ছি।’
দেশের মতোই ‘উৎসব’ চলছে বিদেশের মাটিতে। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পায় ২০ জুন। ১৭ দিনের হিসাব অনুযায়ী এটি শুধু উত্তর আমেরিকা থেকেই আয় করেছে ১ লাখ ৪৬ হাজার ডলার।
পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর দেখা গেল, কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।