নজরুলের কবিতা সব আন্দোলনে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে: ড. আজম
Published: 27th, May 2025 GMT
বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা সব আন্দোলনে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।
তিনি বলেছেন, “যখনই দেশে বিপ্লব, আন্দোলন কিংবা সংগ্রাম হয়েছে, নজরুলের গান-কবিতা তখন হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম— সবখানেই নজরুল মানুষকে উজ্জীবিত করেছেন। তার সৃষ্টিকর্ম নিপীড়িত মানুষের অধিকার আদায়ের পথ দেখিয়েছে।”
মঙ্গলবার (২৭ মে) বিকেলে কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় জন্মোৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান আলোচক ছিলেন।
আরো পড়ুন:
বইমেলায় বাংলা একাডেমির ‘গুণিজন স্মৃতি’ পুরস্কার ঘোষণা
একুশে ফেব্রুয়ারি ‘রাষ্ট্রভাষা দিবস’ হিসেবে পালন করা উচিত
কুমিল্লা জেলা প্রশাসক মো.
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী এবং ইতিবৃত্ত, অভয়চরণ, যাত্রী, সুরছন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, জাসাস, ইতিবৃত্ত, অভয়চরণ, সুরছন্দসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো।
ঢাকা/রুবেল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ল এক ড ম ক জ নজর ল ইসল ম এক ড ম নজর ল
এছাড়াও পড়ুন:
নজরুলের কবিতা সব আন্দোলনে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে: ড. আজম
বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা সব আন্দোলনে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।
তিনি বলেছেন, “যখনই দেশে বিপ্লব, আন্দোলন কিংবা সংগ্রাম হয়েছে, নজরুলের গান-কবিতা তখন হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম— সবখানেই নজরুল মানুষকে উজ্জীবিত করেছেন। তার সৃষ্টিকর্ম নিপীড়িত মানুষের অধিকার আদায়ের পথ দেখিয়েছে।”
মঙ্গলবার (২৭ মে) বিকেলে কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় জন্মোৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান আলোচক ছিলেন।
আরো পড়ুন:
বইমেলায় বাংলা একাডেমির ‘গুণিজন স্মৃতি’ পুরস্কার ঘোষণা
একুশে ফেব্রুয়ারি ‘রাষ্ট্রভাষা দিবস’ হিসেবে পালন করা উচিত
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক।
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী এবং ইতিবৃত্ত, অভয়চরণ, যাত্রী, সুরছন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, জাসাস, ইতিবৃত্ত, অভয়চরণ, সুরছন্দসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো।
ঢাকা/রুবেল/মেহেদী