সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ইউটিলিটি স্টোর করপোরেশন (ইউএসসি) ছাড়াই এ বছর রমজানের জন্য দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করতে যাচ্ছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ তথ্য জানিয়েছেন।

মূলত দুর্নীতি ও নিম্নমানের পণ্যের বিক্রি বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানুয়ারি মাসে দেশটির মন্ত্রিসভা দেশব্যাপী ইউএসসির কার্যক্রম দ্রুত বন্ধ করতে একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল।

পাকিস্তানে সাধারণত প্রধানমন্ত্রীর রমজান প্যাকেজ ইউটিলিটি স্টোরের মাধ্যমে সরবরাহ করা হয়। কিন্তু ওই কমিটিকে বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামের সঙ্গে সমন্বয় করে রমজান প্যাকেজ প্রদানের জন্য একটি কৌশল তৈরি করার দায়িত্বও দেওয়া হয়।

জানা গেছে, বাজেটে ইউএসসি-এর জন্য বরাদ্দ আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। সাম্প্রতিক সময়ে করপোরেশনের আর্থিক উন্নতির জন্য বা দেশব্যাপী এক হাজার লোকসানে থাকা আউটলেট বন্ধে সংস্থাটিকে পুনর্গঠনের জন্য বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটিতে পাঁচ হাজারের বেশি স্টোর রয়েছে। যেখান থেকে কম দামে পণ্য সরবরাহ করা হয়।

ইসলামাবাদে মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরিফ বলেন, যেহেতু পবিত্র রমজান শুরু হতে চলেছে তাই আমি জাতীয় খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়কে দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী বিক্রি বন্ধে ইউটিলিটি স্টোর ছাড়াই রমজান প্যাকেজ আনতে বলেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি কয়েক মাস আগেও বলেছি যে ইউটিলিটি স্টোর দিয়ে এভাবে চলতে পারে না।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ইউট ল ট র জন য রমজ ন

এছাড়াও পড়ুন:

আইটি ব্যবসার আড়ালে অনলাইনে সিসা বাণিজ্য, গ্রেপ্তার ২

আইটি ব্যবসার আড়ালে ভয়ঙ্কর মাদক ‘সিসা’ বিক্রির গোপন নেটওয়ার্ক পরিচালনা করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা ও ডেলিভারিম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা ইউনিট। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এসব তথ্য জানান। 

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে গোয়েন্দা বিভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মাদক পাচারের বিষয়ে নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় কয়েকটি চালান জব্দের পর নতুন করে তথ্য পাওয়া যায়—একটি চক্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশব্যাপী সিসা সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর একটি বিশেষ দল ছদ্মবেশে অভিযান চালায়। অভিযানে প্রথমে হাতিরঝিলে ডেলিভারির সময় ডেলিভারিম্যান মো. আশিকুর রহমান সামিকে আটক করা হয়। তার স্কুলব্যাগ থেকে ২ কেজি সিসা উদ্ধার করা হয়।” 

“জিজ্ঞাসাবাদে সামি জানায়, সে অনলাইন অর্ডারের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সিসা সরবরাহ করত। সে আরও জানায়, চক্রটির মূল নিয়ন্ত্রক হলেন উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ‘ইনোভেট’ দোকানের মালিক মো. আব্দুল আলিম ওয়াসিফ (২৮)। পরবর্তীতে সামির তথ্য অনুযায়ী সেদিন রাতেই ‘ইনোভেট’ দোকানে অভিযান চালায় ডিএনসি। সন্দেহজনক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর ওয়াসিফকে গ্রেপ্তার করা হয়। দোকানের স্টোর রুম তল্লাশি করে উদ্ধার করা হয় প্রায় ১৬ কেজি সিসা, একাধিক হুক্কা সেট, চারকোল, সিসা তৈরির সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন,” বলেন তিনি।

ডিএনসি মহাপরিচালক জানান, রাজধানীতে বিভিন্ন ‘সিসা বার’-এ কঠোর নজরদারি ও অভিযান চালানোয় চক্রগুলো এখন অনলাইন অর্ডার, সোশ্যাল মিডিয়া ইনবক্স ও গোপন ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে সিসা সরবরাহে ঝুঁকছে। এ কারণে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। 

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • গ্রী গ্লোবাল বাংলাদেশের পার্টনারস মিট: কার্যক্রম আরও গতিশীল করতে দিকনির্দেশনা
  • ঢাকার কম্পিউটার বাজারে প্রসেসর সরবরাহে ঘাটতি
  • আগামী সরকারের বড় চ্যালেঞ্জ জ্বালানি সরবরাহ
  • আইটি ব্যবসার আড়ালে অনলাইনে সিসা বাণিজ্য, গ্রেপ্তার ২