কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। এখন তিনি পুরোপুরি সুস্থ। অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন সৃজিত। শোনা যাচ্ছে, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে প্রেমে মজেছেন এই নির্মাতা।

সম্প্রতি একটি ফিল্মি পার্টিতে ফ্রেমবন্দি হন সৃজিত-আলেকজান্দ্রা। সেখানে একটি ভিডিওতে দুজনকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি নতুন প্রেমে মজেছেন সৃজিত-আলেকজান্দ্রা? তবে তাদের প্রেমচর্চার পেছনে কি সত্যি লুকিয়ে আছে তা পরিষ্কারও করেছেন সৃজিত।

প্রেমের প্রশ্নে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে সৃজিত বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভাল বন্ধু। ও অসম্ভব শিক্ষিত নারী। তবে আমাদের পছন্দের কিছুটা মিল আছে। আমরা দু’জনেই সাপ ভালবাসি। এটা নিয়ে এর আগে কাজও হয়েছে।’

আলেকজান্দ্রা ইতোমধ্যে একাধিক বাংলা ছবি এবং সিরিজে অভিনয় করেছেন। তাকে বড়পর্দায় প্রথম দেখা গেছে অংশুমান প্রত্যুষের ‘ওগো বিদেশিনী’ ছবিতে। এ ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও তাকে দেখা গেছে ‘বাঘা যতীন’ ও ‘বাবুসোনা’ সিনেমায়। ‘কিলবিল সোসাইটি’র মুক্তির পর সৃজিত নাকি হাত দেবেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। এরপর ‘গোয়েন্দা কানাইচরণ’-এর কাজ শুরু করবেন তিনি। এই দুই সিনেমাতে দেখা যেতে পারে আলেকজান্দ্রাকে।

তবে সৃজিত জানালেন, অনেক বিষয় নিয়ে তাদের আলোচনা হচ্ছে। তবে এখনও আলেকজান্দ্রার জন্য কোনও চরিত্র ভাবেননি তিনি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে আচমকাই শোনা গিয়েছিল সৃজিত এবং মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকেন না। যদিও সে কথা প্রকাশ্যে দু’জনের কেউই স্বীকার করেননি। পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টানা চার দিন দরপতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশ

টানা চার দিন দরপতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশ। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম বৃহত্তম তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ডের পর এ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে। যদিও তা এখন পর্যন্ত গত জুনের শেষ দিকের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে আছে।

আজ শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ৬১ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৪ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৬২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬১ দশমিক ১০ ডলারে উঠেছে।

যদিও সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ক্রুড ৭ দশমিক ৬ শতাংশ ও ডব্লিউটিআই ৭ শতাংশ কমেছে। কারণ, সরবরাহ অতিরিক্ত থাকার পরও ওপেক ও সহযোগী দেশগুলো তেল উৎপাদন আরও বাড়াতে পারে।

সূত্র জানায়, ওপেক ও সহযোগী দেশগুলো নভেম্বরে তেল উৎপাদন প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল পর্যন্ত বৃদ্ধি করতে পারে, যা অক্টোবরের বৃদ্ধির তিন গুণ। সৌদি আরব বাজারে তাদের শেয়ার পুনরুদ্ধার করতে চাইছে। এটি সৌদি আরবের বাজারে তাদের শেয়ার পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ।

বিশ্লেষক টনি সিকামোর বলেন, যদি ওপেক ও সহযোগী দেশগুলো দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা দেয়, তাহলে সেটি আবার তেলের দাম কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রাথমিকভাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। এমনকি বছরের সর্বনিম্ন দাম প্রায় ৫৫ ডলারও হতে পারে।

এদিকে ওপেক ও সহযোগী দেশগুলো জ্বালানি তেলের উৎপাদনের সম্ভাব্য বৃদ্ধি, রক্ষণাবেক্ষণের কারণে বৈশ্বিক পরিশোধনাগারের কার্যক্রম ধীরগতি ও মৌসুমি কারণে আগামী মাসগুলোয় চাহিদা হ্রাস পেলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তেলের মজুত দ্রুত বাড়তে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন গত বুধবার জানায়, পরিশোধনাগারের কার্যক্রমের ধীরগতি ও চাহিদা কমায় যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেল, গ্যাসোলিন ও ডিস্টিলেট মজুত বেড়েছ

সম্পর্কিত নিবন্ধ