চট্টগ্রামে ৩ ঘণ্টা সড়ক অবরোধ আহলে সুন্নাত ওয়াল জামাআতের, টিয়ার গ্যাস নিক্ষেপ
Published: 5th, May 2025 GMT
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। সোমবার সকাল নয়টা থেকে নগরের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে দীর্ঘ যানজটের পাশাপাশি অফিসগামী লোকজন দুর্ভোগে পড়েন। অনেকে হেঁটে গন্তব্য পৌঁছান।
এদিকে সড়কের কয়েকটি পয়েন্টে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নগরের মুরাদপুরে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
সকাল থেকে অবরোধ চলাকালে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, সল্টগোলা ক্রসিং, একে খান গেটসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়কগুলোতে অবস্থান নিয়ে মাওলানা রইস হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দেন তারা।
এছাড়া জেলার হাটহাজারী বাসস্ট্যান্ড, কাটিরহাট, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়াসহ বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ করেন তারা।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘কাটিরহাট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেট, বড় দিঘির পাড়সহ চারটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়েছিল। যানবাহন চলাচল বন্ধ ছিল। ১২টার পর তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছাড়লেন খালেদা জিয়া
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফেরার উদ্দেশে বাসা থেকে বের হয়েছে বিএনপির চেয়ারআরসন খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সফরসঙ্গীসহ বাসা থেকে কিছুক্ষণ আগে বিমানবন্দর উদ্দেশ্য রওনা করেছেন।
বিস্তারিত আসছে...