বন্দরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
Published: 15th, May 2025 GMT
বন্দরে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক কারবারি শাহাদাত হোসেন বন্দর থানার লক্ষনখোলা এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ পরিদর্শক বিরাজ দাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৬টায় বন্দর থানার লক্ষনখোলাস্থ জনৈক হাফেজ কবিরের বাড়ি সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন দীর্ঘ দিন ধরে উত্তর লক্ষনখোলা ও দক্ষিণ লক্ষনখোলা এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধৃত মাদক ব্যবসায়ী পরিহিত লুঙ্গির ডান কোচর হইতে ৪২ পিছ ইয়াবাসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
শুক্রবার জুম্মার পর জবি শিক্ষার্থীদের গণ অনশন
শিক্ষার্থীদের অধিকার আদায়ে আগামীকাল শুক্রবার জুম্মার নামজের পর জবি শিক্ষার্থীদের গণ অনশন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এ ঘোষণা দেন।
অধ্যাপক ড.রইছ উদ্দীন বলেন, আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে। কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এমনকি ৩৫ ঘণ্টা পার হলেও কোন সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সরকার থেকে কোন বার্তা আসেনি।
তিনি বলেন, দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা কাল জুম্মার পরে গণ অনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ। একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস পালনের ঘোষণা দেন তিনি।