সাতক্ষীরার সুস্বাদু হিমসাগর আম পাড়ার সময়সূচি পাঁচ দিন এগিয়ে আনার পর বাজারে একসঙ্গে বিপুল পরিমাণ আম উঠেছে। তবে প্রত্যাশিত দাম না পেয়ে হতাশার কথা জানিয়েছেন চাষিরা।

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার জেলার বড়বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, এক কিলোমিটারজুড়ে শুধু হিমসাগর আমবোঝাই ভ্যান ও পিকআপের সারি। প্রচণ্ড গরমে আম দ্রুত পেকে যাওয়ায় ও হঠাৎ আমার পাড়ার সময়সূচিতে বদল আনায় একসঙ্গে প্রচুর আম পেড়েছেন চাষিরা। ফলে বাজারে সরবরাহ বেড়ে গেছে। বাজারে মণপ্রতি হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ২২০০ টাকায়।

চাষিরা জানিয়েছেন, উৎপাদন খরচের তুলনায় দাম না পাওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়ছেন। হিমসাগর আম পাড়ার পর দুই-চার দিন সংরক্ষণ করা সম্ভব হয় না, দ্রুত পচে যায়। সাতক্ষীরায় হিমাগার না থাকায় আম সংরক্ষণের সুযোগও নেই। ফলে লোকসানের শঙ্কা আরও বেড়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও কৃষি বিভাগের উদ্যোগে একটি বৈঠক হয়। এতে হিমসাগর আম পাড়ার নির্ধারিত সময়সূচি পাঁচ দিন এগিয়ে ২০ মে থেকে ১৫ মে করা হয়। এরপর রাতেই অনেকে আম পেড়ে বৃহস্পতিবার সকালে বাজারে তোলেন।

সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার আমচাষি হোসেন আলী বলেন, ‘মহাজনের কাছ থেকে দাদন নিয়ে অনেক পরিশ্রম করে আম চাষ করি। কিন্তু এবার দাম পাচ্ছি না। গরমে দ্রুত পেকে যাওয়ায় একসঙ্গে বাজারে আম চলে এসেছে। ফলে দাম পড়ে গেছে।’

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সাতক্ষীরার বড়বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, এক কিলোমিটারজুড়ে শুধু হিমসাগর আমবোঝাই ভ্যান ও পিকআপের সারি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র আম প ড়

এছাড়াও পড়ুন:

১১ বছর পর আমির-হিরানি

একসঙ্গে ফিরছেন বলিউডের সফল জুটি অভিনেতা আমির খান ও পরিচালক রাজকুমার হিরানি। ভারতের সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিকে একসঙ্গে পাওয়া যাবে তাঁদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শেষে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে। ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ ছবির প্রায় ১১ বছর পর তাঁদের একসঙ্গে যুক্ত হওয়া সিনেমাপ্রেমীদের জন্য বড় খবর।

বায়োপিকটি দাদাসাহেব ফালকের জীবন ও তাঁর চলচ্চিত্রে অবদানের গল্প বলবে। ছবিটি ভারতের স্বাধীনতাসংগ্রামের পটভূমিতে নির্মিত হবে, যেখানে দেখানো হবে কীভাবে তিনি শূন্য থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমাশিল্পের ভিত্তি স্থাপন করেন।

আরও পড়ুনক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকি নিচ্ছেন আমির১৩ মে ২০২৫

প্রতিবেদনে আরও জানা গেছে, আগামী অক্টোবরে ছবির শুটিং শুরু হবে। আমির খান ‘সিতারে জমিন পার’ মুক্তির পর নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন। বায়োপিকটির চিত্রনাট্য চার বছর ধরে তৈরি করা হয়েছে। রাজকুমার হিরানি, তাঁর দীর্ঘদিনের সহযোগী অভিজাত যোশী এবং লেখক হিন্দুকুশ ভারতবংশী ও অবিষ্কার ভারতবংশী মিলে এটি তৈরি করেছেন।
ছবির সময়কালের যথাযথ চিত্রায়ণের জন্য লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিওগুলো কাজ করবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফের শাহরুখের সিনেমায় রানী মুখার্জি!
  • বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে: জোনায়েদ সাকি
  • চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ৩৪৬৯ জন
  • আবার একসঙ্গে আমির-হিরানি
  • নির্বাচনের সময়সীমা ডিসেম্বর অতিক্রম করা যৌক্তিক হবে না: বাসদ
  • কুয়েটে আবার অস্থিরতা, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
  • ১১ বছর পর আমির-হিরানি
  • রাজশাহীতে আম নামানো শুরু
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সংশোধিত রুটিন প্রকাশ