যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকোর নৌবাহিনীর একটি বড় প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।

পালতোলা জাহাজটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেটির মাস্তুল সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

মেয়র বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় সেতুর সঙ্গে সংঘর্ষের আগে ‘কুয়াওতেমক’ নামের জাহাজটির বিদ্যুৎ–ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল।

একটি শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রে আসা জাহাজটিতে ২৭৭ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, গতকাল সন্ধ্যায় ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজটির উঁচু মাস্তুল সেতুতে আঘাত করে।

কর্তৃপক্ষ বলেছে, সেতুর সঙ্গে সংঘর্ষের সময় মাস্তুলের কিছু অংশ ডেকের ওপর ভেঙে পড়ে। সে সময় ডেকের ওপর কয়েকজন নাবিক দাঁড়িয়ে ছিলেন, তাঁরাই আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেয়র এরিক অ্যাডামস লিখেছেন, ‘সর্বশেষ খবর অনুযায়ী, ২৭৭ জন আরোহীর মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। দুঃখজনকভাবে আরও ২ জন আঘাতের কারণে মারা গেছেন।’

আগে মেয়র বলেছিলেন, এই সংঘাতে ব্রুকলিন ব্রিজের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজ-সেতু সংঘর্ষের সময় কেউ পানিতে পড়ে যায়নি বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

‘সর্বশেষ খবর অনুযায়ী, ২৭৭ জন আরোহীর মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। দুঃখজনকভাবে আরও ২ জন আঘাতের কারণে মারা গেছেন।’এরিক অ্যাডামস, নিউইয়র্ক সিটির মেয়র

এর আগে মেক্সিকো নৌবাহিনী থেকে ২২ জন আহত হওয়ার খবর দেওয়া হয়েছিল। জাহাজটির ক্ষয়ক্ষতি হওয়ার খবর নিশ্চিত করে তারা বলেছে, ঘটনাটির তদন্ত চলছে।

নিউইয়র্ক কোস্টগার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কুয়াওতেমক জাহাজের দুটি মাস্তুলের ওপরের অংশ ভেঙে পড়েছে। এ ঘটনার পর জাহাজটির সব কর্মীকে খুঁজে পাওয়া গেছে, আহত নাবিকদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুনজাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, অনেক হতাহতের শঙ্কা২৬ মার্চ ২০২৪

নিউইয়র্ক পুলিশ বিভাগের অপারেশন প্রধান বলেছেন, জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কারণে সেটি সেতুর একটি স্তম্ভের সঙ্গে ধাক্কা খায় বলেই তাঁর বিশ্বাস।

নিউইয়র্ক পুলিশ স্থানীয় বাসিন্দাদের ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সমুদ্রবন্দর এবং ব্রুকলিনের ডাম্বো এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

কুয়াওতেমক জাহাজটি পরে সেখান থেকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

জাহাজটি ২৯৭ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া। মেক্সিকো নৌবাহিনী বলেছে, জাহাজটি ১৯৮২ সালে প্রথম সাগরে যাত্রা শুরু করে। এই বছর ৬ এপ্রিল একোপুলকো বন্দর থেকে ২৭৭ জন আরোহী নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে। সেটির চূড়ান্ত গন্তব্য ছিল আইসল্যান্ড।

আরও পড়ুনচীনে জাহাজের ধাক্কায় ভেঙে গেল সেতু২২ ফেব্রুয়ারি ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র কল ন ব র জ ন উইয়র ক জ হ জট র জন আহত স ঘর ষ র সময়

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কের মেয়র প্রার্থীদের প্রথম টিভি বিতর্কে তীব্র বাদানুবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের একজন হচ্ছেন সমাজতান্ত্রিক, একজনের বিরুদ্ধে রয়েছে যৌন হয়রানির অভিযোগ এবং আরেকজন নিজের হাতে আইন তুলে নেওয়া ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার ‘চরম উত্তেজনাপূর্ণ’ এক বিতর্কে অংশ নিয়েছেন তাঁরা। এ সময় একে অন্যের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। এই অপ্রত্যাশিত নির্বাচনী প্রচার এখন চূড়ান্ত ধাপে বলা চলে।

আগামী ৪ নভেম্বরের নির্বাচনের আগে টেলিভিশনে সরাসরি দুটি বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে গতকাল প্রথমটি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে থাকা ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়া ভোটারদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর থেকে।

বিতর্কে জোহরান প্রতিদ্বন্দ্বী কুমোর বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারি এবং কোভিড মহামারির সময় ‘নার্সিং হোমে বয়স্কদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার’ মতো বিতর্কিত প্রশাসনিক রেকর্ড নিয়ে কড়া আক্রমণ করেন।

স্লিওয়া তাঁর দুই প্রতিদ্বন্দ্বীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘ভালো যে আমি পেশাদার রাজনীতিবিদ নই। কারণ, এই শহরে অপরাধের সংকট তারাই সৃষ্টি করেছেন।’

পরে স্লিওয়া মন্তব্য করেন, ‘এই কক্ষে অনেক বেশি পৌরুষের দাপট (টেস্টোস্টেরন) চলছে।’

ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জোহরান মামদানি সবাইকে চমকে দিয়ে কুমোকে হারিয়ে জয়ী হন। কয়েক সপ্তাহ ধরে জনমত জরিপে এগিয়ে থাকা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য কুমোকে হারিয়ে তিনি দলের আনুষ্ঠানিক মনোনয়ন পান।

জোহরান নিউইয়র্ক নগরে বিনা মূল্যে বাস পরিষেবা, ভাড়ানিয়ন্ত্রণ এবং নগর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সুপারমার্কেট পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিদ্বন্দ্বী কুমো অবশ্য জোহরানের এসব পরিকল্পনাকে আকাশকুসুম কল্পনা এবং সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ বলে উড়িয়ে দিয়েছেন, যা অর্থনৈতিকভাবে অসম্ভব।

নিউইয়র্ক নগরের ৮৫ লাখ মানুষের শাসনভার কার হাতে যাবে, সেই আলোচনা আরও একবার জোরালো হয়ে ওঠে, যখন বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

দুর্নীতির অভিযোগে জর্জরিত বর্তমান মেয়র সরে দাঁড়ালেও তিনি কোনো প্রার্থীর প্রতি সমর্থন জানানি। তবে তিনি সরে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বিতা নতুন দিকে মোড় নেয়।

৬৭ বছর বয়সী কুমো ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউইয়র্ক রাজ্যের গভর্নর ছিলেন। যৌন নির্যাতনের অভিযোগের জেরে তিনি পদত্যাগ করেছিলেন।

৩৩ বছর বয়সী জোহরান মামদানি কুইন্স বোরো থেকে নির্বাচিত অঙ্গরাজ্যের আইনসভার সদস্য। তিনি তৃণমূল পর্যায়ে অদম্য প্রচারের মাধ্যমে তরুণ নিউইয়র্কবাসীর মধ্যে দারুণ উৎসাহ–উদ্দীপনা তৈরি করেছেন।

নিউইয়র্ক নগরের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমোর (বাঁয়ে) সঙ্গে হাত মেলান ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ১৬ অক্টোবর ২০২৫, নিউইয়র্ক

সম্পর্কিত নিবন্ধ

  • নিউইয়র্কের মেয়র প্রার্থীদের প্রথম টিভি বিতর্কে তীব্র বাদানুবাদ
  • ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএকে অনুমোদন দিয়েছেন ট্রাম্প
  • সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে এবার নিউইয়র্কে কর্মসূচি
  • ভিলেনকে জাপটে ধরলেন চার নায়ক! নিউইয়র্কে সিনেমার শেষ দৃশ্য...