মাকে হত্যার ঘটনায় বাবার ফাঁসি চাইল মেয়ে
Published: 23rd, May 2025 GMT
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় মাকে হত্যার ঘটনায় বাবার ফাঁসির দাবি করেছে মেয়ে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আয়োজিত মানববন্ধনে সে এ দাবি জানায়।
মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া বটতলা এলাকার গৃহবধূ মিতু আক্তারকে (২৮) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁর স্বামী সুমন মিয়া (৪৫)।
হত্যার পর থানায় গিয়ে স্বীকারোক্তি দেন সুমন। এ ঘটনায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে ‘মিরকাদিম পৌরসভার সর্বস্তরের জনগণ’ ব্যানারে সুমনের ফাঁসির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় নিহত মিতুর আত্মীয়-স্বজনসহ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে মিতুর বড় মেয়ে মারজানা আক্তার (১২) কান্নাজড়িত কণ্ঠে তাঁর মায়ের হত্যার বিচার দাবি করে। সে বলে, ‘আমার মাকে হত্যা করেছে আমার বাবা সুমন মিয়া। আমি চাই তার ফাঁসি হোক। আপনাদের কাছে মা হত্যার ন্যায্যবিচার চাই।’
একাধিক মানববন্ধনকারী ‘সুমন মিয়ার ফাঁসি চাই’ স্লোগানে বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বলেন, একজন নারীকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারহীনতার সংস্কৃতি যেন আর না থাকে– এটাই তাদের প্রত্যাশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিহত মিতুর বাবা মন্টু মিয়া, মা আকলিমা বেগম, ছোট মেয়ে মারজিয়া (৯), ছেলে আবিদ হোসেন (৭) প্রমুখ।
সোমবার রাতে মিতুকে হত্যা করে থানায় হাজির হন সুমন। এ ঘটনায় পরদিন সদর থানায় হত্যা মামলা করেন মিতুর মা আকলিমা বেগম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১৮ দিনের মাথায় কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ
দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ দিনের মাথায় শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার (২২ মে) উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া।
অধ্যাপক হযরত আলী গত ১ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পান। ৩ মে তিনি দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু, শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানায়। বৃহস্পতিবার সকালেও কুয়েটের উপাচার্যের দায়িত্ব থেকে অধ্যাপক ড. মো. হযরত আলীর পদত্যাগ, যোগ্য উপাচার্য নিয়োগ ও দ্রুত কুয়েটের অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরাও মানববন্ধনে যোগ দেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘দুর্বার বাংলা’র পাদদেশে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম কাদের।
এর আগে গত ২৫ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা/নূরুজ্জামান/রফিক