দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২২ মে) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৩৩ শতাংশ।
শনিবার (২৪ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.
এর আগের সপ্তাহের (১২ থেকে ১৫) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.২০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২১ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৫৬ পয়েন্টে, ব্যাংক খাতে ৫.৭০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৮.৯২ পয়েন্টে, টেক্সটাইল খাতে ৯.৪৪ পয়েন্টে, সিমেন্ট খাতে ৯.৫৩ পয়েন্টে, প্রকৌশল খাতে ১০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৩০ পয়েন্টে, আর্থিক খাতে ১০.৫৯ পয়েন্টে, ট্যানারি খাতে ১০.৬৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০.৯৩ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৪.৭১ পয়েন্টে, আইটি খাতে ১৪.৮৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৬.১৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৬.৫০ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.৫৭ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৮৩০ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৬০ পয়েন্টে, পাট খাতে ২১.৬৮ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫২.৫৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এসইর প ই র শ ও প ই র শ ও কম ছ
এছাড়াও পড়ুন:
শেষ কার্যদিবসে সূচকের পতন, কমেছে শেয়ারদর
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে কিছুটা বেড়েছে। এদিকে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির।
এদিন ডিএসইতে মোট ২৫৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৭১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৫৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৪০ পয়েন্ট বেড়ে ৮৬১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪১.৩৪ পয়েন্ট কমে ১১ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৭টি কোম্পানির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।
সিএসইতে ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি//