বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রিত রাখতে পারলেও ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বিশ্বের প্রায় ২০০টি দেশ বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক এক গবেষণার পর বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই লক্ষ্য পূরণ হলেও উপকূলীয় জনপদের জন্য তা ‘নিরাপদ’ বলা যাবে না।

অতীতের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, বর্তমান সময় থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার বছর আগে এবং প্রায় ৩০ লাখ বছর আগেও পৃথিবীর তাপমাত্রা বর্তমান সময়ের মতো ছিল। তখন বিপুল পরিমাণ বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেকটা বেড়ে গিয়েছিল। বর্তমানে গ্রিনল্যান্ড ও পশ্চিম আন্টার্কটিকায় বরফ গলার হার বেড়েছে। যদিও পূর্ব আন্টার্কটিকা এখনও অপেক্ষাকৃত স্থিতিশীল।

এদিকে জলবায়ু পরিবর্তনের গবেষণায় নির্মিত কম্পিউটার মডেলগুলোও ভালো খবর দিচ্ছে না। বিজ্ঞানীদের ভাষায়, ১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্যমাত্রা ধরে রাখলেও অধিকাংশ মডেলই বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলা থামবে না। কিছুটা স্তিমিত হলেও বরফ গলা চলতেই থাকবে।

বিশ্বের প্রায় ২৩ কোটি মানুষ এখন সমুদ্রের জোয়ার রেখা থেকে মাত্র ১ মিটারের মধ্যে বসবাস করছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার সামান্য বৃদ্ধিও ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। যদি প্রতিবছর ১ সেন্টিমিটার করে পানির উচ্চতা বাড়ে, তবে বিশ্বের ধনী দেশগুলোর জন্যও তা মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। এর ফলে ব্যাপক আকারে মানুষের স্থানান্তর, বা জলবায়ু অভিবাসন শুরু হতে পারে।

তবে বিজ্ঞানীরা এখনই হতাশ হতে চাচ্ছেন না। তারা বলছেন, উষ্ণতা যতটা সম্ভব কমিয়ে আনা জরুরি। তাতে হয়তো ভবিষ্যতের বিপর্যয়ও কিছুটা হলেও ঠেকানো সম্ভব হবে। বিবিসি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপক ল

এছাড়াও পড়ুন:

নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।

আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫

এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫

ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ