আল নাসর ‘অধ্যায় শেষ’ করে কোথায় যাচ্ছেন রোনালদো?
Published: 27th, May 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসেই ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের পর্তুগিজ সুপারস্টারের সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে জোরালো গুঞ্জন। তিনি কি সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন?
তিন মৌসুম আগে জুভেন্টাস ছাড়ার পর সৌদি প্রো লিগে যোগ দিয়েছিলেন রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন দুর্দান্ত। প্রতি মৌসুমেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন, সর্বশেষ মৌসুমেও হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। কিন্তু দলগতভাবে আল নাসরের চিত্র ঠিক উল্টো, একটিও শিরোপা জিততে পারেননি তারা।
কিছুদিন আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এক সাক্ষাৎকারের পর গুঞ্জনটা উঠেছিল। ফিফা প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপের আগেই আল নাসর ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন রোনালদো।
গুঞ্জনকে আরও উসকে দিয়ে রোনালদো গত রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘এই অধ্যায়ের সমাপ্তি। কিন্তু গল্পটা? সেটার এখনো বাকি। সবার কাছে কৃতজ্ঞ।’
এই পোস্ট ঘিরেই প্রশ্ন উঠেছে, তবে কি রোনালদো সত্যিই আল নাসর ছাড়ছেন? তিনটি মৌসুম পেরিয়ে একটিও শিরোপা না পাওয়া এই তারকা কি নতুন কোনো ক্লাবে যোগ দিচ্ছেন? এবং তা কি হবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই?
এই অপেক্ষার অবসান ঘটতে পারে খুব শিগগিরই। আগামী ১৪ জুন শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। তার আগেই নিজের পরবর্তী গন্তব্য জানাতে পারেন রোনালদো।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি
চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।