আল নাসর ‘অধ্যায় শেষ’ করে কোথায় যাচ্ছেন রোনালদো?
Published: 27th, May 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসেই ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের পর্তুগিজ সুপারস্টারের সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে জোরালো গুঞ্জন। তিনি কি সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন?
তিন মৌসুম আগে জুভেন্টাস ছাড়ার পর সৌদি প্রো লিগে যোগ দিয়েছিলেন রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন দুর্দান্ত। প্রতি মৌসুমেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন, সর্বশেষ মৌসুমেও হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। কিন্তু দলগতভাবে আল নাসরের চিত্র ঠিক উল্টো, একটিও শিরোপা জিততে পারেননি তারা।
কিছুদিন আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এক সাক্ষাৎকারের পর গুঞ্জনটা উঠেছিল। ফিফা প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপের আগেই আল নাসর ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন রোনালদো।
গুঞ্জনকে আরও উসকে দিয়ে রোনালদো গত রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘এই অধ্যায়ের সমাপ্তি। কিন্তু গল্পটা? সেটার এখনো বাকি। সবার কাছে কৃতজ্ঞ।’
এই পোস্ট ঘিরেই প্রশ্ন উঠেছে, তবে কি রোনালদো সত্যিই আল নাসর ছাড়ছেন? তিনটি মৌসুম পেরিয়ে একটিও শিরোপা না পাওয়া এই তারকা কি নতুন কোনো ক্লাবে যোগ দিচ্ছেন? এবং তা কি হবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই?
এই অপেক্ষার অবসান ঘটতে পারে খুব শিগগিরই। আগামী ১৪ জুন শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। তার আগেই নিজের পরবর্তী গন্তব্য জানাতে পারেন রোনালদো।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারতের ওডিশায় বাংলাদেশি সন্দেহে আটক ৪০৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
ভারতের ওডিশা রাজ্যের ঝাড়সুগুদা জেলায় অবৈধ বাংলাদেশী সন্দেহে আটক ৪৪৪ জনের মধ্যে ৪০৩ জনকে ছেড়ে দিয়েছে রাজ্য পুলিশ। তারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। গত সোমবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যান বোর্ডের চেয়ারম্যান সমিরুল ইসলাম বলেন, বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের যেসব পরিযায়ী শ্রমিকদের আটক করা হয়েছিল, তাদের অধিকাংশকেই মুক্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, মুক্তি পাওয়া পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই বীরভূম, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তাদের আটক করেছিল ওডিশার ঝাড়সুগুদা পুলিশ।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করার নাম করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করে বিজেপিশাসিত ওডিশা সরকার।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা থেকে অনেক শ্রমিক ওডিশায় কাজ করতে যান। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেসব শ্রমিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে আটক করা হচ্ছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ওডিশা সরকারের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের মুক্তির অনুরোধ করেছিলেন। প্রথমে ওডিশা পুলিশ আটক ব্যক্তিদের বৈধ নথি না থাকার অভিযোগ করলেও পরে নিজেদের ভুল স্বীকার করে।