পঞ্চগড়ে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আওতাধীন দরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির চাল বিতরণে টাকা নেয়ার অভিযোগে আট ইউনিয়ন পরিষদ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ১১ জন ইউপি সদস্যের মধ্যে তিন নারী সদস্য জামিন পেয়েছেন। 

মঙ্গলবার (২৭ মে) বিকেলে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে বিচারক নাহিদ আকতার জুলিয়েট এ আদেশ দেন। 

পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফী এ তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কেউ বাদী না হওয়ায় বোদা থানা পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

আরো পড়ুন:

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা মামলায় স্ত্রীসহ জাকির কারাগারে

জেলহাজতে যাওয়া পুরুষ ইউপি সদস্যরা হলেন, বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য হামিজ উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রিয় নাথ রায়, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র রায়, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দাহির উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খাদিমুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম। 

জামিনপ্রাপ্ত তিন নারী সদস্য হলেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী রাণী; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বিলকিস বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। যদিও এখনো তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাদের আদালতে পাঠানো হয়। বিষয়টি দুদকের তফসিলভুক্ত হওয়ায় অভিযোগপত্রসহ জিডির অনুলিপি দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণের অনিয়মের ঘটনায় কেউ বাদী হয়ে মামলা না করায়  মঙ্গলবার বিকেলে ৫৪ ধারায় তাদের আদালতে তোলা হয়। পরে আদালত তিন নারী সদস্যকে জামিন ও আট পুরুষ সদস্যকে জেলহাজতে পাঠান।

পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সূফী জানান, এই ১১ ইউপি সদস্যর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করবে। 

সোমবার (২৬ মে) দিনব্যাপী বোদা উপজেলার ইউনিয়নে দরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির ২৫৮ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় উপকারভোগীদের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করছিলেন ইউপি সদস্যরা। পরে স্থানীয়রা বিকেলে তাদের ইউনিয়ন পরিষদ হলরুমে আটকে রেখে সেনাবাহিনীকে খবর দেয়। পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় অভিযোগের প্রমাণ পাওয়ায় এই ১১ ইউপি সদস্যকে আটক করে সেনাবাহিনী। একইসঙ্গে আদায় করা নগদ ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। 
 

ঢাকা/নাঈম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ড র সদস য চ ল ব তরণ

এছাড়াও পড়ুন:

চলন্ত অবস্থায় বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে সক্ষম সড়ক চালু ফ্রান্সে

জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ছে। তবে এসব গাড়ি বাসা বা নির্দিষ্ট স্থানেই শুধু চার্জ করা যায়। ফলে দূরে ভ্রমণের সময় গাড়ির চার্জ শেষ হয়ে গেলে বিপদে পড়েন অনেকেই। এ সমস্যা সমাধানে তারের সংযোগ ছাড়াই বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে সক্ষম ১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ‘ওয়্যারলেস চার্জিং সড়ক’ চালু করেছে ফ্রান্স। প্যারিসের উপকণ্ঠে চালু হওয়া সড়কটিতে চলাচলের সময় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়ি, বাস ও ভারী ট্রাকের ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়ে যাবে।

বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য সড়কটিতে নিরবচ্ছিন্নভাবে ২০০ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রয়োজনে সেটি ৩০০ কিলোওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে, যা টেসলার ভি থ্রি সুপারচার্জারের মতো বিশ্বের দ্রুততম চার্জারগুলোর সমান শক্তি সরবরাহ করতে সক্ষম। এই সড়কের নিচে স্থাপন করা হয়েছে অসংখ্য তামার কুণ্ডলী। এসব কুণ্ডলী চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা বিশেষ রিসিভারযুক্ত বৈদ্যুতিক গাড়িতে শক্তি স্থানান্তর করে। পদ্ধতিটি অনেকটা ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির মতো, যেখানে পাওয়ার ব্যাংক বা চার্জিং প্যাডে মোবাইল ফোন রেখে চার্জ নেওয়া হয়। চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বিদ্যুৎ স্থানান্তর হওয়ায় ভারী বৃষ্টি, বরফ বা তুষারপাতেও চার্জিং প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে না। দ্রুত চার্জিং সুবিধার ফলে গাড়ি ও ট্রাক এখন দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে, মাঝপথে চার্জ নিতে থামার প্রয়োজন হবে না। ফলে গাড়িতে বড় ও ভারী ব্যাটারি বহনের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে।

এরেনা ইভির প্রতিবেদন অনুযায়ী, এই স্বয়ংক্রিয় চার্জিং সড়কে মাত্র কয়েক মিনিট চললেই বৈদ্যুতিক গাড়ির রেঞ্জ বা চলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ে। ফলে বৈদ্যুতিক গাড়ির দীর্ঘ যাত্রায় চার্জ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা সমাধানে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা দেখাচ্ছে। প্রযুক্তিটি যদি ব্যাপকভাবে চালু করা যায়, তবে তুলনামূলকভাবে হালকা, সাশ্রয়ী এবং কম ব্যাটারিসমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি তৈরি করা সম্ভব হবে। এতে গাড়ির উৎপাদন খরচও কমবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান ইলেকট্রিওনের তৈরি সড়কটির নকশাতেও রয়েছে বাড়তি সুবিধা। বৈদ্যুতিক গাড়ি চার্জ করার প্রযুক্তি রাস্তার ভেতরের অংশে থাকায় ক্ষয়ক্ষতির ঝুঁকি কম। ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে দেশজুড়ে প্রায় ৯ হাজার কিলোমিটার ওয়্যারলেস চার্জিং সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যাতে বৈদ্যুতিক যানবাহন চলাচল আরও সহজ, কার্যকর ও পরিবেশবান্ধব হয়ে ওঠে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ