পর্দা নামল চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বই মেলার। সোমবার রাতে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৩৪তম আন্তর্জাতিক এই বাংলা বইমেলায় বিপুলসংখ্যক বইপ্রেমী, লেখক ও প্রকাশকের মিলনমেলা ঘটেছিল। 

এ বছরও বই মেলার আয়োজন করে নিউইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন। ২৩ মে শুরু হওয়া এই উৎসবে ২৫টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে এবং তিন হাজারের বেশি নতুন ও পুরাতন বই প্রদর্শিত হয়।  

বই মেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা কর্মসূচি ছিল। এ আয়োজনে বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখকরা উপস্থিত ছিলেন এবং পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন।

বইমেলা উদ্বোধন করেন লেখক সাদাত হোসাইন। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মার্কিন বন্ধু ফিলিস টেইলর। অনুষ্ঠানে আরও ছিলেন- বীর প্রতীক ক্যাপ্টেন (অব.

) ডা. সিতারা বেগম। 

আরও উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান, ভাষাতাত্ত্বিক ও অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক অধ্যাপক রওনক জাহান, অধ্যাপক ড. শামীম রেজা, লেখক ও সাংবাদিক বিরূপাক্ষ পাল, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, লেখক ও সাংবাদিক মুস্তাফিজ শফি সহ আরও অনেকে।

মেলার তৃতীয় দিনের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ছিল আয়োজক কর্তৃক একাধিক পুরস্কার ঘোষণার খবর। এ বছর নিউইয়র্ক মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক ড. পবিত্র সরকার। তিনি একজন ভারতীয় বাঙালি। তিনি একাধারে ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক, নাট্যসমালোচক, শিক্ষাবিদ ও গবেষক।

এ পুরস্কারের অর্থ মূল্য তিন হাজার ডলার। গতবছর এই পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমেরিকার নিউজার্সিভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান জিএফবি এ পুরস্কারের অনুদান প্রদান করে থাকে। 

নিউইয়র্ক মুক্তধারা আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ড. আবদুন নূর। 

ছুটির দিন রোববার এবং বইমেলার শেষ দিনে তিল ধারণের জায়গা ছিল না। নতুন বইয়ের অনুষ্ঠান ছাড়াও বিখ্যাত কণ্ঠশিল্পীদের গান শ্রোতাদের গভীর রাত পর্যন্ত মুগ্ধ করে রাখে। 

উল্লেখ্য, ২৫ মে রোববার নিউইয়র্ক টাইমসে বইমেলা নিয়ে ‘এ ফেস্টিভাল অব ওয়ার্ডস’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বইমেলায় শত শত মানুষের সমাবেশকে পত্রিকাটি আনন্দ-উৎসব হিসেবে চিহ্নিত করেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল ন উইয়র ক ন উইয র ক প রস ক র বইম ল

এছাড়াও পড়ুন:

ধানমন্ডিতে প্রাণের আম উৎসব শুরু, দ্বিতীয় দিনের আয়োজন আজ

প্রাণ গ্রুপের আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে তিন দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা আম উৎসব শুরু হয়েছে। এতে দেশের সব ধরনের আম প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিরা সরাসরি তাঁদের আম নিয়ে নিজেরাই হাজির হয়েছেন তিন দিনের এই উৎসবে। প্রাণ–আরএফএল গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ উৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে। উৎসবের আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আমের প্রদর্শনীর পাশাপাশি এই আয়োজনে রয়েছে বিভিন্ন ধরনের খেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এই উৎসব। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে অংশ নিতে পারছেন সব শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড বা এমসিএলের বিপণন বিভাগের প্রধান মাহমুদুল হাসান, সহকারী ব্র্যান্ড ম্যানেজার ওমর বিন জুবায়ের এবং প্রাণ বেভারেজের সাব অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজিবুল হক তুষার।

তিন দিনের এই উৎসব আয়োজন উপলক্ষে গত বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে আয়োজনটির প্রসঙ্গে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইলিয়াছ মৃধা বলেন, ‘প্রাণ গ্রুপ দেশে আমের সবচেয়ে বড় ক্রেতা। আমরা আমের মৌসুমে দেশের চুক্তিভিত্তিক প্রায় ১০ হাজার কৃষকের কাছ থেকে আম সংগ্রহের পর সেগুলো থেকে জুস ও ড্রিংকস তৈরি করে সারা বছর ভোক্তার সামনে নিয়ে আসি। আমরা এ মেলার মাধ্যমে আমের জন্য বিখ্যাত কয়েকটি জেলার চাষিদের বিভিন্ন ধরনের আম প্রদর্শনের সুযোগ করে দিয়েছি। যেন তাঁরা তরুণ প্রজন্মের কাছে তাঁদের আমের স্বাদ, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে পারেন।’

ইলিয়াস মৃধা আরও বলেন, ‘দেশে আম থেকে উৎপাদিত পণ্যের বাজার এখন প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার। বিদেশে আমাদের আমের ব্যাপক চাহিদা রয়েছে। এ জন্য দরকার আমাদের আমের ব্র্যান্ডিং। প্রাণ দেশে উৎপাদিত আম থেকে বিভিন্ন ধরনের জুস, ড্রিংকস, ম্যাঙ্গো বার ও আচার উৎপাদন করে দেশের পাশাপাশি বিশ্বের প্রায় ১৪৮টি দেশে রপ্তানি করছে।’

সম্পর্কিত নিবন্ধ

  • এফবিআইপ্রধান ক্যাশ প্যাটেল কি পদত্যাগ করতে পারেন
  • কানে জয়ের পর মেলবোর্নে আদনানের ‘আলী’
  • লস অ্যাঞ্জেলেস মাতাবেন ঢাকার তারকারা
  • ঢাকার একঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’
  • ঢাকার তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’
  • টিএসসিতে আনন্দ-আড্ডায় সাংবাদিকতা বিভাগের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা
  • ঈশ্বরদীতে বর্ষা উৎসবে দুই বাংলার কবি-সাহিত্যিকরা
  • ‘উৎসব’–এর টিকিট নেই...
  • ইরানের কাছে এখনো অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম রয়ে গেছে, আশঙ্কা ইসরায়েলের
  • ধানমন্ডিতে প্রাণের আম উৎসব শুরু, দ্বিতীয় দিনের আয়োজন আজ