আর অপেক্ষা নয়, পিএসজিকে এবারই চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান এনরিকে
Published: 27th, May 2025 GMT
ইতিহাস গড়া থেকে আর মাত্র এক ম্যাচ দূরে পিএসজি। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাবে প্যারিসের ক্লাবটি। এর মধ্য দিয়ে শুধু ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুটই তারা পাবে না, ঐতিহাসিক ট্রেবল জয়ের মিশনও সম্পন্ন করবে ক্লাবটি।
প্রায় এক দশকের বেশি সময় ধরে চ্যাম্পিয়নস লিগ ট্রফিকে পাখির চোখ করেছে পিএসজি। এ জন্য টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কেনার বাজারেও নামে তারা। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকাদের নিয়েও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি পিএসজি। সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে ফাইনালে খেলা।
সেবার বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে। তবে এই তারকাদের বিদায়ের পরই এবার নতুন করে ইতিহাস লেখার সম্ভাবনা জাগিয়েছে লুইস এনরিকের দলটি। ফাইনালে ওঠার পথে অসাধারণ ফুটবলও উপহার দিয়েছে তারা। এখন পিএসজির অপেক্ষা শুধু শেষ ধাপটি পেরোনোর।
আরও পড়ুন৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি০৬ এপ্রিল ২০২৫শেষ কাজটি ঠিকঠাক সম্পন্ন করে দলের খেলোয়াড়দের নতুন ইতিহাস লেখার তাগিদ দিয়েছে পিএসজি কোচ লুইস এনরিকেও। সুবর্ণ এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি।
শনিবার কুপ দে ফ্রান্স জিতেছে খিচা পিএসজি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ প এসজ
এছাড়াও পড়ুন:
গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত
ভারতের মণিপুর রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২১৭ কিলোমিটার দূরে ভারতের মনিপুর রাজ্যে। ভূমিকম্প নিয়ে অনেককে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে দেখা যায়।
ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে ৫ দশমিক ২ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।
ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল।
এর আগে সোমবার দিবাগত রাত ৩টা ২মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে মায়ানমারের চিন হাখা অঞ্চলে।