আর অপেক্ষা নয়, পিএসজিকে এবারই চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান এনরিকে
Published: 27th, May 2025 GMT
ইতিহাস গড়া থেকে আর মাত্র এক ম্যাচ দূরে পিএসজি। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাবে প্যারিসের ক্লাবটি। এর মধ্য দিয়ে শুধু ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুটই তারা পাবে না, ঐতিহাসিক ট্রেবল জয়ের মিশনও সম্পন্ন করবে ক্লাবটি।
প্রায় এক দশকের বেশি সময় ধরে চ্যাম্পিয়নস লিগ ট্রফিকে পাখির চোখ করেছে পিএসজি। এ জন্য টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কেনার বাজারেও নামে তারা। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকাদের নিয়েও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি পিএসজি। সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে ফাইনালে খেলা।
সেবার বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে। তবে এই তারকাদের বিদায়ের পরই এবার নতুন করে ইতিহাস লেখার সম্ভাবনা জাগিয়েছে লুইস এনরিকের দলটি। ফাইনালে ওঠার পথে অসাধারণ ফুটবলও উপহার দিয়েছে তারা। এখন পিএসজির অপেক্ষা শুধু শেষ ধাপটি পেরোনোর।
আরও পড়ুন৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি০৬ এপ্রিল ২০২৫শেষ কাজটি ঠিকঠাক সম্পন্ন করে দলের খেলোয়াড়দের নতুন ইতিহাস লেখার তাগিদ দিয়েছে পিএসজি কোচ লুইস এনরিকেও। সুবর্ণ এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি।
শনিবার কুপ দে ফ্রান্স জিতেছে খিচা পিএসজি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ প এসজ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫