আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বাড়াতে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। পাশাপাশি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ‘বৈষম্যমূলক বরাদ্দের ধারাবাহিকতা নয়, আসন্ন জাতীয় বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে’ এ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, রংপুর বিভাগের উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য দেখা যাচ্ছে। সরকারি বাজেটে রাজধানীকেন্দ্রিক এবং দক্ষিণাঞ্চলকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম প্রাধান্য পেয়েছে। উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগ থেকে সেই অনুযায়ী বরাদ্দ নিশ্চিত করা হয় না। এতে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিল্পায়ন, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তৌহিদুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে রংপুরে বৈষম্যের জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দায়ী। উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে উপেক্ষিত। এই বৈষম্য নিরসনে বাজেটে ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা সদস্যসচিব মুফাখখারুল ইসলাম, রংপুর মহানগরের আহ্বায়ক আবদুল জব্বার সরকার, সংগঠক রুবেল আশরাফ, রংপুর মহানগর দরজি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম, হারাগাছ থানার সংগঠক আজিজার রহমান, ছাত্র ফেডারেশনের রংপুর জেলার আহ্বায়ক এ কে কাজল রায়, সম্পাদক আল তানজীল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলন রংপুর জেলার প্রচার ও দপ্তর সমন্বয়ক প্রত্যয়ী মিজান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন গণসংহতি আন্দোলনের নেতারা। স্মারকলিপিতে রংপুর বিভাগের জন্য বাজেট বাড়ানোর পাশাপাশি কৃষিপ্রধান অঞ্চলে কৃষি উপকরণের সহজপ্রাপ্যতা, সরকারি হাসপাতালের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকীকরণসহ ১৬টি দাবি জানানো হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম রকল প র জন য ব বর দ দ সরক র ন নয়ন

এছাড়াও পড়ুন:

গভীররাতে ভূকম্পন অনুভূত

গভীররাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, মাঝারি মানের এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.২। এটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এ ভূমিকম্প হয়। বাংলাদেশে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এ কম্পন অনুভূত হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ