সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে চলমান আন্দোলন এক দিনের জন্য স্থগিত করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) বিকfলে সচিবালয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামীকাল বুধবার সচিবালয়ের কার্যক্রম চলবে স্বাভাবিক নিয়মে।

আন্দোলনকারী নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে আলোচনাকারী সচিবরা বুধবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদকে আন্দোলনকারীদের দাবি-দাওয়া অবহিত করবেন। আন্দোলনকারী সংগঠনগুলোর প্রত্যাশা, সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি আলোচিত হলে আশানুরূপ সমাধান মিলবে।

এর আগে মঙ্গলবার সকালেই সচিবালয়ে এক জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ। বৈঠকে বেশ কয়েকজন সচিব উপস্থিত ছিলেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদকে।

আরো পড়ুন:

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সচিবদের বৈঠক শুরু

এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা। বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি সচিব নিজে। সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।

অন্যদিকে আন্দোলনকারীদের পক্ষে অংশ নেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দুই পক্ষের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো.

বাদিউল কবীর, কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সদস্য মো. শাহজাহান মিয়া ও দপ্তর সম্পাদক সুলতান আহমেদ।

মঙ্গলবার ছিল আন্দোলনের চতুর্থ দিন। গত শনিবার (২৪ মে) থেকে সচিবালয়ের কর্মচারীরা কালো ব্যাজ ধারণ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের প্রধান দাবি সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। কর্মচারীদের অভিযোগ, এই অধ্যাদেশ তাদের প্রশাসনিক নিরাপত্তা হ্রাস করবে এবং স্বেচ্ছাচারিতার সুযোগ সৃষ্টি করবে।

বৈঠকে অংশ নেওয়া সচিবরা বুধবার বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন। এরপরই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছে আন্দোলনরত সংগঠন। তবে আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আশানুরূপ অগ্রগতি না হলে আন্দোলন আরো বৃহত্তর রূপ পাবে।

সরকারি চাকরিজীবীদের এই আন্দোলন সচিবালয়ের ভেতরে প্রশাসনিক কাজে বড় প্রভাব ফেলেছে। যদিও বুধবারের জন্য কর্মসূচি স্থগিত থাকছে, তবু সংশ্লিষ্ট মহলে স্পষ্ট আন্দোলনের মূল প্রশ্নটি এখনো অমীমাংসিত।

ঢাকা/এএএম/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত সরক র র মন ত র

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা

১. পরিসংখ্যানবিদ: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৪. স্টোরকিপার: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. গাড়িচালক: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫

বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা

আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা

ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফি

ক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১