দেশে একটি অস্থির পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, গত আগস্টের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। পরিস্থিতি অনেক পাল্টে গেছে। একটা অস্থির পরিস্থিতি চলছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য আবদুল মঈন খান এসব কথা বলেন। আজ মঙ্গলবার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথভাবে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।

বিএনপি নেতা মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ মুখে বলেছে গণতন্ত্র, বাস্তবে ছিল স্বৈরতন্ত্র। এভাবে রাজনীতি হয় না। সে অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি, বের হয়ে এসেছি।’ তিনি বলেন, ‘কিন্তু.

..আমরা নতুন আরেকটি ফাঁদে না পড়ি। গত আগস্টের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। পরিস্থিতি অনেক পাল্টে গেছে। একটি অস্থির পরিস্থিতি চলছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে।’ তিনি আরও বলেন, ‘আগে সংস্কার করব, তারপর বিচার করব, তারপর নির্বাচন করব। এসব বলে আসলে সময়ক্ষেপণ করা হচ্ছে।’

তরুণদের উদ্দেশে মঈন খান বলেন, তরুণদের প্রতিনিধিত্ব দেশ পরিচালনা করবে এটা তো দাবি করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ‘প্রকৃতির নিয়মে আমরা চলে যাব এবং সেখানে তরুণেরাই আসবে।...তারা দেশ পরিচালনা করবে।...জোর করে কোটা দিয়ে এটা হবে না। আর কোটা দিয়েই যদি এখন আবার নতুন করে কিছু করতে হয়, তাহলে কোটা আন্দোলন কেন হয়েছে।’

মঈন খান বলেন, ‘আমরা বিএনপি ও ব্যক্তিগতভাবে এই শহীদদের (জুলাই গণ-অভ্যুত্থানের) শ্রদ্ধা করি এবং আহতদের সুচিকিৎসা কামনা করি। আমরা বলতে চাই, বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, এখন আমরা কথা দিচ্ছি, প্রতিটি শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিকভাবে সহায়তা করা হবে।’

সেমিনারে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের রাজনৈতিক মতাদর্শের মিল এবং অমিলের জায়গা রয়েছে; কিন্তু বিএনপি যদি আগের মতো তাদের অবস্থান সঠিক রাখতে পারে, তাহলে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে আমরা হাতে হাত রেখে চলতে পারব।’ হেফাজত নেতা মামুনুল হক বলেন, বিএনপিকে সতর্ক করতে চাই, ২০১৩ সালের ৫ মে হেফাজতের দুর্দিনে হেফাজতের পাশে দাঁড়ানোর জন্য খালেদা জিয়া বিএনপি নেতা-কর্মীদের আদেশ দিয়েছিলেন; কিন্তু বিএনপি নেতা-কর্মীরা তা করেননি। সেদিন তাঁরা আদেশ মানলে ফ্যাসিবাদ এত বছর ক্ষমতায় টিকে থাকতে পারত না।

বিএনপির শুধু নিজেদের চিন্তা করলে হবে না বলে মন্তব্য করেন মামুনুল হক। বিএনপির বিভিন্ন নেতার কাছ থেকে মাঝেমধে৵ ইসলামী রাজনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য চলে আসে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানান।

সেমিনারে গণ–অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভূমিকা ছিল মুখ্য। তারা রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি বলেন, আজ সোশ্যাল মিডিয়া মূল যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। যেখানে রাজনীতিবিদদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। বিএনপির নেতাদের ভিলেন (খলনায়ক) বানানোর চেষ্টা করা হচ্ছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এটি প্রতিরোধে ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথভাবে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনারে বক্তারা। ঢাকা, ২৭ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মঈন খ ন ব এনপ র র জন ত

এছাড়াও পড়ুন:

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সালকে ‘স্ট্যান্ড রিলিজ’

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। তাকে দ্রুত ঢাকায় ফিরতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে।

মঙ্গলবার মস্কো মিশনের কাউন্সেলর (রাজনৈতিক) নিয়াজ মোর্শেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মস্কোর বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ