জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে বামপন্থি ছাত্রসংগঠনের বিক্ষোভ
Published: 27th, May 2025 GMT
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আদালতের রায়ে মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থি কয়েকটি ছাত্রসংগঠন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা।
এসব নেতারা স্লোগান দেন, ‘হাসিনা আর আজহার বাংলাদেশে গাদ্দার’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘রাজাকারের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘হেরে গেছে হাসিনা একাত্তর হারেনি’।
জাবির আহমেদ জুবেল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ন্যক্কারজনক একটি ঘটনা ঘটেছে। আমরা অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা করেছিলাম, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীন বিচার বিভাগের আকাঙ্ক্ষায় শেষ পেরেক ঠুকে দিয়েছে অন্তর্বর্তী সরকার।’
তিনি আরও বলেন, ‘ড.
ছাত্রমৈত্রীর এই নেতা আরও বলেন, ‘যে ব্যক্তি তিনটি অপরাধে ফাঁসির অপরাধে দণ্ডিত, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অথচ আমরা সবাই জানি, উত্তরাঞ্চলের সবাই জানে, ইসলামী ছাত্রসঙ্ঘের রংপুর জেলার সভাপতি হিসেবে আলবদর কমান্ডারের দায়িত্ব পালন করেন আজহার। সেই আলবদর চব্বিশের পরে দেখলাম তার হাতে একাত্তরের কোনো কাঁদা নাই, গণহত্যার চিহ্ন নাই। তিনি একজন ফেরেস্তা হিসেবে ইন্টেরিম রায় দিল। কীসের ভিত্তিতে দিল, আমরা নিশ্চিত না।’
ছাত্র ইউনিয়নের নেতা শিমুল কুম্ভকার বলেন, ‘দশ মাস পর দেখতে পেলাম গণহত্যার অপরাধে সাজাপ্রাপ্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন রাজাকার-আলবদরের কমান্ডার আজহারুলকে সরকার বেকসুর খালাস করেছে। তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর কমান্ডার হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন, আজকে ৫৪ বছর পরে আমাদেরকে এ গল্প শোনানো হচ্ছে। আমরা ইন্টেরিমকে ধিক্কার জানাই।’
তিনি আরও বলেন, ‘লাখো জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ। একাত্তরে লাখো জনতা প্রাণ দিয়ে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছে, নব্বইয়ে স্বৈরাচারের পতন এবং চব্বিশে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই বাংলাদেশে কোনো রকম গণহত্যাকারীদের ঠাঁই হবে না। বাংলাদেশের জনতা একাত্তরের রাজাকার, নব্বইয়ের দালাল, চব্বিশের শত্রুদের বাংলাদেশে ঠাঁই হবে না।’
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম অপর ধ
এছাড়াও পড়ুন:
নোবেলজয়ী নার্গিসকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে: নোবেল কমিটি
নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি তেহরান থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে নোবেল কমিটি এ কথা জানায়। খবর বিবিসির।
নারী ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ের কারণে ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। গত ডিসেম্বরে চিকিৎসাজনিত কারণে তাঁকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে তাঁর আইনজীবীরা বারবার আশঙ্কা প্রকাশ করে আসছেন, যেকোনো সময় তাঁকে আবারও গ্রেপ্তার করা হতে পারে।
নরওয়েজিয়ান নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়, ইরানি সরকারপন্থি এজেন্টরা পরোক্ষভাবে এবং তার আইনজীবীদের মাধ্যমে মোহাম্মদিকে হুমকি দিয়েছে। যদি তিনি ইরানের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে প্রকাশ্য কার্যক্রম চালিয়ে যেতে থাকেন, তাহলে তার নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।
কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রাইডন বলেন, এই হুমকি আমাদের আতঙ্কিত করেছে। আমরা কেবল নার্গিস মোহাম্মদিই নন, বরং ইরানে যেকোনো ভিন্নমতাবলম্বী নাগরিকের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই নার্গিস মোহাম্মদিকে মূলত নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় তিনি কারাগারে থাকায় সন্তানেরা তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।