শীতে বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন, দেখা মিলেনি সূর্যের
Published: 25th, January 2025 GMT
শীতে জবুথবু পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার মানুষ। জেলাসহ উপজেলায় গত ৭২ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি কুয়াশা সঙ্গে শীতের তীব্রতা। গত তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।
শনিবার ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
এমন আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্পআয়ের শ্রমজীবীরা। বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলায় সূর্যের উত্তাপ না থাকায় কনকনে শীতে জবুথবু অবস্থা বিরাজ করছে সর্বত্র।
ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, তিনদিন ধরে সূর্যের দেখা নেই। খুব ঠান্ডা, ভ্যানগাড়ি চালানো খুবই কষ্টকর। এই ঠান্ডায় ভ্যানগাড়িতে যাত্রী উঠতে চায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, খুব কষ্টে আছি আমরা।
উপজেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত তিনদিন ধরে এ জেলাসহ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আজ শনিবার ভোর ৬টায় এ জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯%। গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রুয়ান্ডা-কঙ্গোর সঙ্গে চুক্তি করছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের পর যুক্তরাষ্ট্রের নজর এবার আফ্রিকায়। কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় খনিজ সম্পদ চুক্তির জন্য তোড়জোড় করছে ওয়াশিংটন।
বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসসাদ বৌলোস। দোহায় এক সাক্ষাৎকারে বৌলোস বলেছেন, শান্তিচুক্তি সম্পন্ন হলে সেদিনই কঙ্গোর সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র। আর রুয়ান্ডার সঙ্গে একই তবে কিছুটা ভিন্ন আকারের চুক্তি করা হবে।
এই চুক্তি এমন একসময়ে হচ্ছে, যখন রুয়ান্ডাসমর্থিত এম২৩ বিদ্রোহীরা কঙ্গোতে নজিরবিহীন অগ্রগতি অর্জন করছে। অঞ্চলটি ট্যানটালাম, স্বর্ণসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ এবং কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত। রয়টার্স।