এই ম্যাচের আগপর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই অগ্রগামিতা ধরে রাখতে আজ সাদা-কালোদের জয় দরকার ছিল পুলিশ এফসির বিপক্ষে। ড্রয়ের শঙ্কায় পড়লেও শেষ পর্য়ন্ত এই ম্যাচে ৩-১ গোলের জয়ে মোহামেডান পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে।

মোহামেডানের এই জয়ে বড় অবদান জোড়া গোল করা নাইজেরিয়ার ফরোয়ার্ড ইমানুয়েল সানডের। কুমিল্লা স্টেডিয়ামে ৫২ মিনিটে মেহেদীর ক্রস থেকে তাঁর দারুণ এক হেডে হয় ১-০। ৬৫ মিনিটে পেনাল্টিতে ১-১ করেন পুলিশের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক দানিলো। সেই গোলের পর আর গোলের রাস্তা খুলতে পারছিল না মোহামেডান। ড্রয়ের শঙ্কায় কাঁপতে কাঁপতে অবশেষে ৮৮ মিনিটে আশীর্বাদ হয়ে আসে পেনাল্টি, যা থেকে গোল করতে ভুল করেননি উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। যোগ করা সময়ে চতুর্থ মিনিটে ব্যবধান বেড়েছে, ইমানুয়েল সানডের গোলে হয়েছে ৩-১।

এই ম্যাচ শেষ হতে না হতেই কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছে  আবাহনী- কিংস। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গেছে কিংস। এই ম্যাচ আবাহনী হারলে সুবিধা হয়ে যাবে মোহামেডানের। তখন পাঁচ ম্যাচ হাতে রেখে আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে যাবে মোহামেডান। ফলে কিংসের বিপক্ষে আবাহনীর হার চাইছে মোহামেডান। লিগ লড়াইয়ে ভালোভাবে টিকে থাকলে আবাহনীকে আজ পুরো ৩ পয়েন্ট পেতেই হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৪। ১২ ম্যাচে আবাহনীর ২৭, কিংসের ২১।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ম য চ

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় দুই পুলিশ সদস্যকে আসামির হাতুড়িপেটা

কুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন এক আসামি। বর্তমানে ওই আসামি পুলিশি হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম। 

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার পালপাড়া বাজারের কাছে আসামি আসিমি আশিক (২৫) দুই পুলিশের উপর এই হাতুড়ি হামলা চালায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার আমলা এলাকা থেকে সন্দেহভাজন আসামি আশিককে আটক করে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। থানায় যাওয়ার আগেই পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় চালক এসআই মনিরুল গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে মাঝে থাকা আসামি কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। এতে মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। এরপর মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। 

পরে ঘটনাস্থলে থানা-পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামি হামলা করে। এতে এক কনস্টেবল আহত হয়েছে। আসামি পুলিশি হেফাজতে রয়েছে।”

ঢাকা/কাঞ্চন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ