আইপিএলের কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না নিউজিল্যান্ড। তার অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল টম ল্যাথামের। তবে তিনি নিজেও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।  

ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে, অনুশীলনে ব্যাটিং করার সময় একটি ডেলিভারি ল্যাথামের ডান হাতে আঘাত করে। পরবর্তীতে এক্স-রেতে দেখা যায়, তার হাড়ে চিড় ধরেছে, যার ফলে তাকে প্লাস্টার করতে হয়েছে। সুস্থ হতে কমপক্ষে চার সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন হবে তার।  

নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছেন, ল্যাথামের জায়গায় দলে যোগ দিচ্ছেন হেনরি নিকোলস। ওয়ানডেতে নেতৃত্ব দেবেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল এবং উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন মিচ হেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন নাহিদ রানা

সিলেট টেস্টের প্রথম দিনে শুধু হতাশাই সঙ্গী ছিল বাংলাদেশের। ব্যাট হাতে ১৯১ রানে অলআউট হওয়ার পর বল হাতে কোনো সাফল্য না পেয়ে দিন শেষ করে তারা। ১০ উইকেট হাতে নিয়ে ৬৭ রান তুলে জিম্বাবুয়ে প্রথম দিনটা একেবারে নিজেদের করে নেয়।  

বৃষ্টিভেজা সিলেটের আকাশে সকাল থেকে ছিল মেঘের আনাগোনা। তবু সময়মতোই শুরু হয় খেলা। বল হাতে শুরুটা থেকেই আক্রমণাত্মক ছিলেন নাহিদ। দিনের তৃতীয় ওভারেই ফল পেলেন তিনি।

জিম্বাবুয়ের ওপেনার বেন কারেনকে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলালেন টাইগার শিবির। রানার দুর্দান্ত এক শর্ট বলে গা বাঁচাতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন কারেন। ৫৫ বল মোকাবিলা করে ১৮ রান করে ফিরে যান তিনি। ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন ব্রায়ান বেনেট ও নতুন ব্যাটার নিকোলাস ওয়েলচ। 

সম্পর্কিত নিবন্ধ