আইপিএলের কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না নিউজিল্যান্ড। তার অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল টম ল্যাথামের। তবে তিনি নিজেও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।  

ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে, অনুশীলনে ব্যাটিং করার সময় একটি ডেলিভারি ল্যাথামের ডান হাতে আঘাত করে। পরবর্তীতে এক্স-রেতে দেখা যায়, তার হাড়ে চিড় ধরেছে, যার ফলে তাকে প্লাস্টার করতে হয়েছে। সুস্থ হতে কমপক্ষে চার সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন হবে তার।  

নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছেন, ল্যাথামের জায়গায় দলে যোগ দিচ্ছেন হেনরি নিকোলস। ওয়ানডেতে নেতৃত্ব দেবেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল এবং উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন মিচ হেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন অবস্থায় দেশ দুটির মধ্যকার সংঘাত “আমাদের কোনও বিষয় নয়” বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে ওয়াশিংটন চেয়েছিল, কিন্তু ‘এটা মূলত আমাদের কোনও বিষয় নয়’।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো— তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা। কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই কথা বলে আসা ভ্যান্স আরও বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনও ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সম্পর্কিত নিবন্ধ