হঠাৎ করেই আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান কাগিসো রাবাদা। তখন বিষয়টি নিয়ে মুখ খোলেনি তার আইপিএল দল গুজরাট টাইটান্স বা রাবাদা নিজেও। অবশেষে প্রায় এক মাস পর নীরবতা ভাঙলেন এই প্রোটিয়া পেসার। জানালেন, নিষিদ্ধ ড্রাগ গ্রহণের কারণে তিনি এখন ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

ইএসপিএন ক্রিকইনফোর বরাতে জানা গেছে, জানুয়ারিতে এসএ২০ টুর্নামেন্টে এমআই কেপ টাউনের হয়ে খেলাকালীন ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন রাবাদা। তিনি যে মাদক গ্রহণ করেছেন, তা পারফরম্যান্স বৃদ্ধির কোনো উপাদান নয়, বরং বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত একটি নিষিদ্ধ পদার্থ ছিল। এই কারণেই রাবাদার বিরুদ্ধে কঠোর নয়, বরং সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ কতদিন, তা এখনও স্পষ্ট নয়।

ফক্স ক্রিকেট জানিয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে আগামী মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে রাবাদার।

নিজেই বিষয়টি নিশ্চিত করে রাবাদা বলেন, ‘ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলাম। সত্যিটা হলো, এক বিনোদনমূলক নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণে আমার ডোপ টেস্টে পজিটিভ এসেছে। আমি এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট আমার কাছে শুধুই একটি খেলা নয়, বরং এটা আমার জীবনের বড় একটি সুযোগ ও সম্মান। তাই আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আবারও মাঠে ফেরার অপেক্ষায় আছি।’

২৯ বছর বয়সী এই গতির তারকা বলেন, ‘এই মুহূর্ত আমাকে সংজ্ঞায়িত করবে না। আমি আগেও যেমন কঠোর পরিশ্রম আর নিবেদনের সঙ্গে খেলেছি, ভবিষ্যতেও সেই পথেই চলবো।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেজটি অপ্রত্যাশিতভাবে হ্যাকড হওয়ার ঘটনা লক্ষ করা গেছে। এটাও দেখা গেছে যে কিছু অনুপযুক্ত আধেয় (কনটেন্ট) যথাযথ অনুমোদন ছাড়াই কিছু সময়ের জন্য পেজে শেয়ার করা হয়েছে।

এই অপ্রত্যাশিত বিঘ্নের ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বলা হয়, কারণ পেজটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এর যেকোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা তাতে অংশগ্রহণ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটসহ অন্যান্য যাচাইকৃত প্ল্যাটফর্ম ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক হালনাগাদ তথ্য ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ