গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভ এজেন্সি নেটওয়ার্ক- বাই দ্য নেটওয়ার্কের (বিটিএন) সঙ্গে যুক্ত হয়েছে বিজ্ঞাপনী সংস্থা ‘পপ ফাইভ’। ২৭টি দেশের ৭৫০ জনের বেশি ট্যালেন্ট নিয়ে গঠিত এ নেটওয়ার্কে পপ ফাইভের যোগদান দেশের বিজ্ঞাপন শিল্পের জন্য বড় অর্জন।
বাই দ্য নেটওয়ার্কের গ্লোবাল ক্রিয়েটিভ চেয়ার জন মেসক্যাল বলেন, পপ ফাইভ টিমের নেতৃত্ব আর ক্রিয়েটিভ চিন্তা আমাদের মুগ্ধ করেছে। তাদের কাছ থেকে আমরা দারুণ সব কাজের অপেক্ষায় আছি।
পপ ফাইভের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ বলেন, আমরা এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছি, যেখানে নতুন আইডিয়া সবসময় গুরুত্ব পাবে। শুরু থেকেই আমরা বিশ্বাস করি—বাংলাদেশ থেকে গ্লোবাল মানের কাজ সম্ভব। বাই দ্য নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়াটা আমাদের সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার বড় সুযোগ। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন টওয় র ক
এছাড়াও পড়ুন:
ভালুকায় পুলিশ পরিচয়ে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণ লুট
ময়মনসিংহের ভালুকায় পুলিশ পরিচয়ে যুবলীগের স্থানীয় এক নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতদের ১০ থেকে ১৫ জনের একটি দল বাড়ির ফটকের দরজা ভাঙার সময় পরিবারের সদস্যরা টের পেয়ে যান। তখন পরিচয় জানতে চাইলে ডাকাতেরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভেতরে ঢোকেন। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ।
যুবলীগের ওই নেতার নাম মামুনুর রশিদ। তিনি কাচিনা গ্রামের আবুল কালামের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি সদস্যপদে নির্বাচন করেছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মামুনুরের ভগ্নিপতি আবদুল মালেক বলেন, একটি পিকআপ ভ্যান নিয়ে রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১৫ জনের ডাকাতদল বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভাঙার সময় স্বজনেরা টের পেয়ে যান। তখন তাঁদের পরিচয় জানতে চাইলে বলা হয়, পুলিশের লোক। পরে ভেতরে ঢুকে মামুনুরের তিন বছর বয়সী মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে আরেক মেয়ে ও স্ত্রীর হাত-পা বেঁধে ফেলেন তাঁরা। এরপর ঘরের স্টিলের আলমিরা ও অন্যান্য ফার্নিচার তছনছ করে ২ লাখ ২৯ হাজার টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যান।
আবদুল মালেক প্রথম আলোকে বলেন, মামুনুরের ঘরে ছয়জন ডাকাতি করার সময় পাশের ঘরে থাকা তাঁর বাবা আবুল কালামকে দুজন এবং বড় ভাই শফিকুল ইসলামের ঘরে আরও তিনজন ঢুকে তাঁদের বেঁধে ফেলেন। ডাকাত দলের সদস্যরা সবাই ২৫ থেকে ৩০ বছর বয়সী। দুজনের বয়স ৫০ বছরের মতো হবে। প্রায় ৩০ মিনিট সময় ধরে এ কাজ করে তাঁরা এলাকা ছেড়ে চলে যান।
মামুনুরের বড় ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘরে ঢোকার মিনিট পাঁচেকের মধ্যেই পেছন থেকে ডাকাতেরা ঘরে ঢুকে আমাকে বেঁধে ফেলেন। দা দিয়ে আমাকে আঘাতও করেন। ডাকাত দল আমার ছোট ভাইয়ের ঘরে গেলে টের পেয়ে ভিন্ন দরজা দিয়ে ঘর থেকে সে পালিয়ে যায়। যেহেতু আমার ভাই আওয়ামী লীগের রাজনীতি করেন, পুলিশ আসতেই পারে। কিন্তু এখানে ডাকাতেরাই ঘটনা ঘটিয়েছেন। সবার মুখ বাধা থাকায় আমরা কাউকে চিনতে পারিনি। ডাকাতেরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন এসে আমাদের বাঁধন খুলে দেয়।’
খবর পেয়ে ভালুকা মডেল থানার থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস ঘটনাস্থলে যান। তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাড়িতে দলটি ঢুকলে পালিয়ে যান মামুনুর রশিদ। কিন্তু দলটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে পরিবারটি দাবি করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে।