মেহেরপুর গাংনীতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইলিয়াস হোসেন (৪৪)। তিনি গাড়াবাড়িয়া স্কুলপাড়ার মৃত নেককার আলীর ছেলে। আর জামাইয়ের নাম সবুজ। তিনি একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল আলীর ছেলে। ইলিয়াস সম্পর্কে সবুজের চাচা শ্বশুর।

নিহত ইলিয়াসের ভাই ইমদাদুল হক বলেন, সবুজ বাড়িতে এসে শ্যালক আব্দুল্লাহ ও স্ত্রী সালমা খাতুনের সঙ্গে ঝগড়া শুরু করে। পরে ইলিয়াস পরিস্থিতি শান্ত করতে গেলে সবুজ তাকে ছুরিকাঘাত করেন। ছুরি তার পেটে লাগলে মুহূর্তে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সবুজের শ্যালক আব্দুল্লাহ জানান, ‘সবুজ মাদকাসক্ত হওয়ায় টাকার জন্য বোনকে প্রায়ই নির্যাতন করে। তিন দিন আগে আমার বোনকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে বোন আমাদের বাড়ি চলে এসেছে। বোনকে নিয়ে যাওয়ার অজুহাতে ভোর আমাদের বাড়ি আসে সবুজ। পরে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে আমার চাচাকে হত্যা করে সে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করেছে। আমি সবুজের ফাঁসি চাই।’ 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সবুজকে স্থানীয়রা ধরে একটি ঘরে আটকে রাখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ র ক ঘ ত হত য

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে পূবালী ব্যাংক।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আমিনা ফাহমীন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক (এসআইসিপি-পিআইইউ) মো. নজরুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসির ঋণ বিভাগের মহাব্যবস্থাপক সুকান্ত চন্দ্র বণিক এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি
 

সম্পর্কিত নিবন্ধ