দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল ডা. জোবাইদার
Published: 13th, May 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এ আপিল দায়ের করা হয়।
তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ আপিল দায়েরে ৫৮৭ দিন বিলম্ব মার্জনা মঞ্জুর করেছেন। দণ্ডের বিরুদ্ধে আপিলটি কার্যতালিকা অনুযায়ী শুনানি হবে।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।
কিন্তু গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২ অক্টোবর ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ত র ক রহম ন বছর র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশকে সিরিজের নতুন সূচি পাঠিয়েছে পাকিস্তান
পাকিস্তান সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি। তবে ওই সূচি বাতিল করে মঙ্গলবার বিসিবিকে নতুন সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তান ২৭ মে সিরিজের প্রথম টি-২০ খেলবে। পরের দুই ম্যাচ ২৯ মে ও ১ জুন রাখা হয়েছে। প্রথম তিনটি ম্যাচ রাখা হয়েছে পাকিস্তানের ফয়সালাবাদে। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।
সিরিজের বাকি দুই ম্যাচ রাখা হয়েছে লাহোরে। ওই ম্যাচ দুটি ৩ ও ৫ জুন মাঠে গড়াবে। তবে বিসিবি এখনই টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে কিনা তা নিয়ে সংশয় আছে।
পিএসএল শেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত করা হয়েছিল। ১৭ মে থেকে টুর্নামেন্টটি পুনরায় শুরু হয়ে ২৫ মে শেষ হবে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ পিছিয়ে দিয়েছে পিসিবি।