ফরিদপুরের ভাঙ্গায় কিশোর ইয়াসিন খালাসী (১৬) হত্যা মামলার এক আসামিকে রাজশাহীতে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইসমাইল বেপারী (১৮)। ভাঙ্গার মিয়াপাড়া গ্রামে তার বাড়ি। 

মঙ্গলবার (১৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, গত ১০ মে রাতে ভাঙ্গায় ওয়ার্কশপের শ্রমিক ইয়াসিন খালাসীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একটি কিশোর গ্যাং। এই ঘটনার পর থেকেই জড়িতরা আত্মগোপন করেছিল।

এর আগে গতকাল সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭

গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ, তবে শেষরক্ষা হয়নি

র‌্যাব জানায়, আসামিদের গ্রেপ্তারে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। অন্যতম অভিযুক্ত ইসমাইল বেপারী রাজশাহী পালিয়ে এসেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কেয়া/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালমুক্ত অভিযান, ২ জনকে দণ্ড

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস ও খানপুর ৩শ’ হাসপাতালে দালালমুক্ত অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাসপোর্ট অফিসের সামনে থেকে দুই দালালকে আটক করা হয়। 

পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী, আটককৃতদের মধ্যে একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য দালালকে ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় একটি পাসপোর্টও জব্দ করা হয়।

অপরদিকে, খানপুর ৩শ’ হাসপাতালের সামনে পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এছাড়াও প্রো-একটিভ হাসপাতালের সামনে থেকে একটি সিএনজি সরিয়ে দেওয়া হয় এবং পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড পর্যন্ত “গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ” কার্যক্রমের আওতায় লাগানো ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ