হামজা চৌধুরীদের ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার আশা অনেকটাই থমকে গিয়েছিল। সেই আশার পালে নতুন করে হাওয়া লেগেছে। প্রিমিয়ার লিগে ওঠার জন্য আরেকটি সুযোগ পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড।
চ্যাম্পিয়নশিপ লিগের প্লে–অফ সেমিফাইনালে ব্রিস্টলের বিপক্ষে দ্বিতীয় লেগে কাল ৩–০ গোলে জিতেছে শেফিল্ড। দুই লেগ মিলিয়ে ৬–০ গোলের অগ্রগামিতায় প্লে–অফ ফাইনাল নিশ্চিত করেছে তারা।
২৪ মে প্লে–অফ ফাইনালে শেফিল্ড প্রতিপক্ষ হিসেবে পাবে সান্ডারল্যান্ড অথবা কভেন্ট্রিকে। প্লে–অফ সেমিফাইনালের প্রথম লেগে কভেন্ট্রিকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। আজ রাতে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে তারা।
কাল রাতে হামজার দল শেফিল্ডকে জেতাতে গোল তিনটি করেছেন কেইফার মুর, গুস্তাভো হ্যামার ও ক্যালাম ও’হেয়ার। ম্যাচ শেষে শেফিল্ডের বাংলাদেশি মিডফিল্ডার হামজা ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এমন উপভোগ্য রাত! আরেকটি বড় ধাপ পাড়ি দিতে হবে। দেখা হবে ওয়েম্বলিতে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১৫৬৬ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকেই তা কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম হয়েছে এক লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা।
এর আগে সোমবার স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৯ টাকা কমিয়ে এক লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা কমিয়ে এক লাখ ৩৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৯৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ১৩ হাজার ৩৩৯ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।