সম্প্রতি বলিউডে নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। তারকা-সন্তানদের অভিষেক সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর ইব্রাহিমও তার ব্যতিক্রম নন। ‘নাদানিয়ান’ নামে তাঁর প্রথম ছবি মুক্তির পর থেকে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিমকে অভিনয়জগৎ নিয়ে সোজাসাপ্টা পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

ইব্রাহিমকে উদ্দেশ করে প্রিয়াঙ্কা বলেন, ‘নিজেকে কঠিন করতে শেখো।’ তাঁর মতে, বলিউডের মতো প্রতিযোগিতামূলক এবং সমালোচনায় ভরা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে শুধু প্রতিভা বা অভিনয় দক্ষতাই নয়, দরকার মানসিক দৃঢ়তা এবং সমালোচনা সহ্য করার ক্ষমতাও।

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘নতুনদের জন্য এটি সবচেয়ে কঠিন সময়। কারণ, প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনা, ট্রল আর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়। যদি কেউ নিজের কাজে দৃঢ় থাকে এবং আত্মবিশ্বাস না হারায়, তাহলে একসময় নিজস্ব পরিচয় তৈরি করা সম্ভব।’

ইব্রাহিমের অভিষেক চলচ্চিত্র নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, প্রিয়াঙ্কার মতো একজন অভিজ্ঞ অভিনেত্রীর পরামর্শ তরুণ প্রজন্মের জন্য হতে পারে দিকনির্দেশনা এবং অনুপ্রেরণার উৎস।

বলিউডে নিজের নতুন যাত্রাপথে ইব্রাহিমের জন্য এটি যেন বাস্তবতার এক প্রথম পাঠ– যেখানে প্রশংসার পাশাপাশি মোকাবিলা করতে হবে সমালোচনার, আর সময়ই বলে দেবে তিনি কতটা সফলভাবে তা সামাল দিতে পারেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, লাশ ফেলে যাওয়ার সময় দুজন আটক

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের এক নেতাকে তুলে নিয়ে হত্যার পর পাশের বেগমগঞ্জ উপজেলার একটি খালে ফেলে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশাটি ধাওয়া করে চালকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। নিহত যুবলীগ নেতা মো. জাকির হোসেন (৪২) হত্যাসহ ১১টি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে বেগমগঞ্জ উপজেলার পালোয়ানের পোল নামক স্থানে খাল থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেনের গ্রামের বাড়ি সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে। তাঁর বাবার নাম মৃত রফিক উল্যাহ। নিহত জাকির যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, জাকিরকে হত্যার পর একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে লাশ খালে ফেলে পালিয়ে যাওয়ার সময় আশপাশের মানুষজন ধাওয়া করে দুজনকে আটক করে। তাঁরা হলেন সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বাবু (৩৩) ও অটোরিকশাচালক নোয়াখালী সদরের মাইজচরা গ্রামের আনোয়ার হোসেন (৩৫)। স্থানীয় লোকজন তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের হস্তান্তর করেন।

সোনাপুর এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর জাকির হোসেন কয়েক মাস এলাকায় ছিলেন না। সম্প্রতি এলাকায় ফিরে মাটির ব্যবসা শুরু করেন তিনি। ব্যবসার জন্য নিজে একটি মাটি কাটার যন্ত্র সংগ্রহ করেন তিনি। ওই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে গতকাল সোমবার তাঁর মাটি কাটার যন্ত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তার একদিন পর আজ দুপুরে জাকিরকে এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর বেগমগঞ্জ উপজেলায় তাঁর লাশ পাওয়া যায়। এই ঘটনার সঙ্গে মাটির ব্যবসার বিরোধের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা জাকির হোসেন নামের এক ব্যক্তিকে মেরে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বেগমগঞ্জ উপজেলার পালোয়ানের পোল এলাকায় খালে ফেলে যাওয়া হয়। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, একই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে জনগণ পুলিশের কাছে সোপর্দ করেছে।

এদিকে নিহত জাকিরের স্ত্রী ফাতেমা খাতুন প্রথম আলোকে বলেন, কারা তাঁর স্বামীকে হত্যা করেছে, কোথায় থেকে ধরে নিয়েছে, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। খবর পেয়ে হাসপাতালে এসে লাশ দেখেছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, থানায় একটি হত্যা, দুটি অস্ত্র ও একাধিক ডাকাতির মামলাসহ ১১ মামলার আসামি জাকিরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ