ছবি: উইকিপিডিয়া কমনস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলোচিত ভারতীয় সেনা কর্মকর্তাকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সময় সংবাদমাধ্যমের সামনে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করতেন কর্নেল সোফিয়া কুরেশি। এই সোফিয়াকেই ‘সন্ত্রাসবাদীদের বোন’ বললেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ।
বিজেপির মন্ত্রী বিজয় বলেছেন, “যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করেছি। ওরা (জঙ্গিরা) পোশাক খুলিয়ে বেছে বেছে হিন্দুদের মেরেছে। আর মোদিজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন।”
বিজয়ের এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস।
বিতর্কের মুখে বিজয় বলেছেন, “আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তা হলে ১০ বার ক্ষমা চাইতেও রাজি আমি।”
এদিকে, কর্নেল সোফিয়া কুরেশির উপর অবমাননাকর, সাম্প্রদায়িক এবং যৌনতাবাদী মন্তব্যের জন্য বিজয় শাহের বিরুদ্ধে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের হাইকোর্ট। আদালত স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিয়ে বুধবার রাজ্য পুলিশ প্রধানকে বিজয় শাহের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে এটি সম্পন্ন করতে হবে, অন্যথায় আদালত পুলিশ প্রধানের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করার কথা বিবেচনা করতে পারে।
ঢাকা/শাহেদ