ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশ। বৃহস্পতিবার সকালে অঞ্চলটিতে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। খবর সিনহুয়া নিউজের।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালুকু বারাত দায়া রিজেন্সি থেকে ১৮৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সমুদ্রতলের ৫১৫ কিলোমিটার গভীরে। 

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন:

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

চিলি ও আর্জেন্টিনায় ৭.

৪ মাত্রার ভূমিকম্প

সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে।

২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ইন দ ন শ য় ভ ম কম প

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা এল এক্স খোকন গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩)  কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ শাহিনুর আলম। এরআগে বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন ওরফে এল এক্স খোকন সিদ্ধিগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. আলীর ছেলে।

পুলিশ জানায়, খোকন ওরফে এল এক্স খোকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৪টি হত্যা ও ৫টি হত্যার চেষ্টার মামলার আসামী। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী চম্পা ভূইয়ার ভাই এবং যুবলীগ নেতা। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সিদ্ধিগঞ্জের মিজমিজি এলাকা থেকে খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত নিবন্ধ