ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য সুখবর
Published: 19th, May 2025 GMT
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ক্রোম ব্রাউজার অ্যাপে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। সুবিধাটি চালুর ফলে এখন থেকে ওয়েবসাইটের গঠন অপরিবর্তিত রেখেই শুধু লেখার আকার বড় করা যাবে। এত দিন ক্রোম ব্রাউজার জুম করলে পুরো ওয়েবপেজ বড় হয়ে যেত। ফলে স্বচ্ছন্দে ওয়েবসাইট ব্যবহারের সুযোগ মিলত না। আর তাই নতুন এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা ওয়েবসাইটের নকশা ঠিক রেখেই নির্দিষ্ট অংশ বড় করে পড়তে পারবেন।
গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা একটি স্লাইডারের মাধ্যমে লেখার আকার ইচ্ছেমতো বড় করতে পারবেন। সুবিধাটি চালুর জন্য ক্রোম ব্রাউজার অ্যাপের ওপরের ডান কোণে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘টেক্সট সাইজ’ অপশন নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী লেখার আকার বাড়াতে বা কমাতে হবে।
ক্রোম ব্রাউজারে নির্ধারণ করা টেক্সটের আকার চাইলে শুধু নির্দিষ্ট ওয়েবসাইট বা একাধিক ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর তাই নতুন এ সুবিধা দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রবীণ স্মার্টফোন ব্যবহারকারীদের অনলাইনে পড়ার অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞেরা।
ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্যও গুগল ক্রোম ব্রাউজারে যুক্ত হয়েছে নতুন সুবিধা। নতুন এ সুবিধা চালুর ফলে এখন থেকে ব্রাউজারের অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) টুল স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা পিডিএফ নথি শনাক্ত করতে পারবে। ফলে সহজেই যেকোনো নথির তথ্য হাইলাইট বা অনুসন্ধান করা যাবে। একই সঙ্গে স্ক্রিন রিডারের সাহায্যে তা শোনাও যাবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ল র ফল ব যবহ র র জন য
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে