স্কুলমাঠে সড়ক নির্মাণের সরঞ্জাম খেলাধুলায় বিঘ্ন
Published: 20th, May 2025 GMT
কলারোয়ার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাকা সড়কের কার্পেটিং কাজের সরঞ্জাম ফেলে রাখার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের মাঠে সড়ক কার্পেটিংয়ে পিচ মেশানোর বিশাল যন্ত্র। বালু, পাথরসহ বিভিন্ন ধরনের সামগ্রী ফেলে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওফাপুর ও গাজনা মোড়ে ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত। সড়কের কাজ শুরু হওয়ার আগেই কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে ঠিকাদার স্কুলমাঠে নির্মাণ সরঞ্জাম রেখে কাজ শুরু করেন।
বর্তমান সরকারের সময়েও স্থানীয় কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে ঠিকাদার বালু, পাথর, ব্যারেলভর্তি বিটুমিন, পিচ, জ্বালানি, যন্ত্রসহ অন্যান্য সামগ্রী রেখেছেন। যতদিন সড়কের কাজ চলবে ততদিন এসব সামগ্রী রাখা হবে।
এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। অনেক সময় মাঠে পড়ে গিয়ে হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। ওফাপুর গ্রামের আবু বকর নামে এক ভ্যানচালকের ভাষ্য, মাঠসংলগ্ন তাঁর বাড়িতে থাকা যায় না। শব্দ ও ধোঁয়ায় বসবাস করতে পারেন না।
অন্তর্বর্তী সরকারের আমলেও অবস্থার পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাঁর। পাশের গাজনা গ্রামের আব্দুর রহিম ইসলাম বলেন, মাঠে নির্মাণসামগ্রী রাখলে শিক্ষার্থীসহ সবার সমস্যা হয়।
সড়কের পাশে ভালো খালি জায়গা পাওয়া যায়নি দাবি করে ঠিকাদার আরিফ হোসেন বলেন, চার-পাঁচ দিনে কাজ শেষ হয়ে যাবে। স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব রাখা হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী ইমরান হোসেন। ইউএনও জহরুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।