কলারোয়ার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাকা সড়কের কার্পেটিং কাজের সরঞ্জাম ফেলে রাখার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের মাঠে সড়ক কার্পেটিংয়ে পিচ মেশানোর বিশাল যন্ত্র। বালু, পাথরসহ বিভিন্ন ধরনের সামগ্রী ফেলে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওফাপুর ও গাজনা মোড়ে ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত। সড়কের কাজ শুরু হওয়ার আগেই কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে ঠিকাদার স্কুলমাঠে নির্মাণ সরঞ্জাম রেখে কাজ শুরু করেন। 
বর্তমান সরকারের সময়েও স্থানীয় কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে ঠিকাদার বালু, পাথর, ব্যারেলভর্তি বিটুমিন, পিচ, জ্বালানি, যন্ত্রসহ অন্যান্য সামগ্রী রেখেছেন। যতদিন সড়কের কাজ চলবে ততদিন এসব সামগ্রী রাখা হবে।
এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। অনেক সময় মাঠে পড়ে গিয়ে হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। ওফাপুর গ্রামের আবু বকর নামে এক ভ্যানচালকের ভাষ্য, মাঠসংলগ্ন তাঁর বাড়িতে থাকা যায় না। শব্দ ও ধোঁয়ায় বসবাস করতে পারেন না। 
অন্তর্বর্তী সরকারের আমলেও অবস্থার পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাঁর। পাশের গাজনা গ্রামের আব্দুর রহিম ইসলাম বলেন, মাঠে নির্মাণসামগ্রী রাখলে শিক্ষার্থীসহ সবার সমস্যা হয়। 
সড়কের পাশে ভালো খালি জায়গা পাওয়া যায়নি দাবি করে ঠিকাদার আরিফ হোসেন বলেন, চার-পাঁচ দিনে কাজ শেষ হয়ে যাবে। স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব রাখা হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী ইমরান হোসেন। ইউএনও জহরুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক র সরক র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ