ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সহজ চ্যাটে শর্টকাট

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে অনেকের কাছেই বার্তা বা ডকুমেন্ট বিনিময়ে হোয়াটসঅ্যাপ এখন নির্ভরযোগ্য বিনিময় মাধ্যম।
কিন্তু কাজের ব্যস্ততায় অনেক সময় হোয়াটসঅ্যাপে অন্যের প্রেরিত বার্তা সময়মতো পড়ার সুযোগ হয় না। আবার অনেক সময় একসঙ্গে অনেকের বার্তা প্রবেশ করলে চ্যাটবক্সে বিরতিহীন নোটিফিকেশন আসতেই থাকে। ফলে বিরক্তি তৈরি হয়।
আগ্রহীরা চাইলে ফোনের পর্দায় সহজেই নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ চ্যাটের শর্টকাট তৈরি করে নিতে পারেন।
ফলে নির্দিষ্ট ব্যক্তির বা গ্রুপের বার্তাবিনিময়ে বারবার হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে প্রবেশের প্রয়োজন হবে না। ডিভাইসের পর্দায় থাকা শর্টকাটে ট্যাপ করে সরাসরি ওই ব্যক্তি বা গ্রুপের চ্যাটবক্সে যাওয়া যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যে কোনো ডিভাইসের পর্দায় নির্দিষ্ট ব্যক্তি
বা গ্রুপ চ্যাটের শর্টকাট সে অর্থে গুরুত্বপূর্ণ ফিচার। সুনির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ চ্যাটের শর্টকাট তৈরিতে প্রথমে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের নামে ট্যাপ করতে হবে। তারপর ওপরের ডান দিকে থাকা
থ্রি ডট মেন্যু ট্যাপ করার পর প্রদর্শিত অপশন থেকে অ্যাড চ্যাট শর্টকাট বাটন সিলেক্ট করে নিতে হবে।
এর পরে দৃশ্যমান হবে পপআপ বক্স। এবার বক্সের নিচে থাকা অ্যাড বাটনে ক্লিক করলেই সেই চ্যাটের শর্টকাট ফোনের পর্দায় চলে আসবে। এর পর থেকে সুনির্দিষ্ট বা নির্বাচিত ব্যক্তি বা গ্রুপের চ্যাট স্ক্রিনের সামনে দৃশ্যমান হবে।

সম্পর্কিত নিবন্ধ