আড়াইহাজার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- কামরুল হাওলাদার (৩০), আতিকুর রহমান (২৫), মো. আফ্রিদি (২৪) এবং মো. হাবিবুর রহমান সোহাগ (৩২)। 

আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.

শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আফ্রিদির শরীরের ৮ শতাংশ, আতিকুরের ৫ শতাংশ, কামরুলের ৩.৫ শতাংশ এবং হাবিবুরের ১.৫ শতাংশ পুড়ে গেছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সবাইকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আসলাম জানান, চারজনই খানপাড়া এলাকার মিথিলা টেক্সটাইল মিলে কাজ করেন এবং একসঙ্গে একটি রুমে থাকেন। সকালে রান্না করার সময় গ্যাস জমে থাকা কারণে ম্যাচ জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন। ঘটনা জানার পর দ্রুত তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

মিথিলা টেক্সটাইল মিলের পরিচালক হিমেল খান জানান, ওই এলাকায় শ্রমিকরা একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার ভোরে রান্না করার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আমরা নিয়মিত তাদের খোঁজ খবর রাখছি।

আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল হাসান বলেন, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

জুলাই অভ্যুত্থানে আহত আরও ৭ জনকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হলো

জুলাই গণ–অভ্যুত্থানে আহত আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁদের থাইল্যান্ডে পাঠানো হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা চিকিৎসক মাহমুদুল হাসান প্রথম আলোকে জানান, যে সাতজনকে আজ পাঠানো হয়েছে তাঁরা হলেন মো. আশরাফুল আলম, মো. রাকিব উল ইসলাম, মো. রাসেল হোসেন, মো. তরুণ, মো. সাগর, মেহেদি হাসান খোকন ও আবদুল জব্বার। আগামী দিনগুলোতে আরও ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে মোট ৪৭ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হলো। তাঁদের অনেকেই উন্নত চিকিৎসা শেষে ইতিমধ্যে দেশে ফিরেছেন।আরও পড়ুনক্রাচ হাতে, হুইলচেয়ারে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন২৪ এপ্রিল ২০২৫

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত সাতজনের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, তিনজন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এবং দুজন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের কারও দেহে এখনো বুলেট আছে। কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। সবাই স্বাভাবিক চলাচলের সক্ষমতা হারিয়েছেন এবং অত্যন্ত কষ্টে জীবন যাপন করছেন।

আরও পড়ুনজুলাই গণ–অভ্যুত্থানে আহতদের চিকিৎসা–অনুদান দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়১২ ডিসেম্বর ২০২৪

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিয়ে মোট ৪৭ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হলো। তাঁদের অনেকেই উন্নত চিকিৎসা শেষে ইতিমধ্যে দেশে ফিরেছেন।

আরও পড়ুনগণ–অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের চেষ্টা করছে সরকার: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ২৫ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • পদত্যাগ করবেন স্বাস্থ্য উপদেষ্টার পিও ডা. মাহমুদুল, দুর্নীতির অভি
  • কুমারখালীর ঐতিহ্যবাহী মেলা নিয়ে জামায়াত-বিএনপির সংঘাত, আহত ১১
  • জুলাই অভ্যুত্থানে আহত আরও ৭ জনকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হলো
  • ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ 
  • ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
  • বাহুবলে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৩