চট্টগ্রামে ঘরে ঘরে শিশুদের তীব্র জ্বর
Published: 23rd, May 2025 GMT
সানজিদা ইসলাম মাইসুনের বয়স ৩ বছর। সারাদিন স্বাভাবিক ছিল তার শারীরিক অবস্থা। প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে বিছানায় তার মধ্যে অস্থিরতা দেখতে পান মা তন্বি ইসলাম। দেখেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। জ্বর ১০৪ ডিগ্রির ওপরে। সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। স্থানীয় চিকিৎসক দেখিয়ে ওষুধ খাওয়ালেও কমেনি জ্বর। চার দিনেও জ্বর না কমায় মাইসুনকে ভর্তি করাতে হয় হাসপাতালে।
মাইসুনের মতো তীব্র জ্বরে হঠাৎ কাবু হচ্ছে অনেক শিশু। চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতাল ও চিকিৎসক চেম্বারের তথ্য বলছে, কিছুদিন ধরে চিকিৎসা নিতে আসা শিশুদের ৬০ শতাংশই তীব্র জ্বরে আক্রান্ত। তাদের মধ্যে ২ থেকে ৮ বছর বয়সীই বেশি। চার মাস থেকে এক বছরের শিশুও রয়েছে। একই পরিবারে আক্রান্ত হচ্ছে একাধিক শিশু। অনেককে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় এক বিছনায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে।
কয়েকদিন জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা কয়েক গুণ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। সূত্র বলছে, শিশু ওয়ার্ডের ৮০ শয্যার বিপরীতে কয়েকদিন ধরে রোগী ভর্তি থাকছে ২০০ জনের ওপরে। গত ১৮ মে এক দিনে সর্বোচ্চ ২৭২ রোগী ভর্তি ছিল। সেদিন নতুন রোগী ভর্তি হয় ৬৭ জন। ১৯ মে রোগী ভর্তি ছিল ২৪১, নতুন রোগী ৫৮ জন। ১৭ মে ২৪০ রোগী ভর্তি ছিল। ২১ মে এক দিনেই রোগী ভর্তি ছিল ২১৬ জন। ওয়ার্ডে ভর্তি থাকা ও নতুন ভর্তি হওয়া শিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশই জ্বর নিয়ে এসেছে বলে জানান চিকিৎসকরা। জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ, মেট্রোপলিটন, সিএসসিআর, ম্যাক্স, ন্যাশনাল, ডেলটাসহ প্রায় সব হাসপাতালে। চিকিৎসকের চেম্বারে আসা ৫০ থেকে ৬০ জনের মধ্যে জ্বরে আক্রান্ত মিলছে ৩৫ জনের ওপরে।
চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে চকবাজারের বাসিন্দা টিংকু দাশ বলেন, ‘আমার শিশুর জ্বরের মাত্রা অনেক বেশি। আছে কাশিও। সারাক্ষণ কান্নাকাটি করছে।’ একই শয্যায় চিকিৎসাধীন ছয় মাসের অংকনের দাদি সবিতা রানী বলেন, ‘কয়েকদিন ধরে ওর জ্বর থাকছে ১০৩-এর ওপরে। চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা দিয়েছেন।’
ওয়ার্ডে ব্যস্ত সময় পার করছেন দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সোমা দাশ। তিনি বলেন, ‘প্রতিদিন ভর্তি হওয়াদের বেশির ভাগ শিশু জ্বর নিয়ে আসছে। যাদের পরে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা জটিলতা মিলছে।’
শিশু বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা.
পার্কভিউ হাসপাতালের তৃতীয় ফ্লোরে বসা প্রত্যেক শিশু বিশেষজ্ঞের চেম্বারের সামনে শিশুদের নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে অভিভাবককে। যাদের মধ্যে বেশির ভাগই তীব্র জ্বরে আক্রান্ত। এদের কেউ চার দিন ধরে, আবার কারও জ্বর এক সপ্তাহ। এদেরই একজন খাজা রোডের বাসিন্দা জিন্নাত আরা। সাড়ে তিন বছরের মেয়ে সুমাইয়াকে নিয়ে আসা জিন্নাত বলেন, ‘চার দিন ধরে মেয়েটি তীব্র জ্বরে ভুগছে। দিনের বেলায় কিছুটা কম থাকলেও রাতে জ্বরের তাপমাত্রা উঠছে ১০৩-এর ওপরে। কিছু খাচ্ছেও না।’
চট্টগ্রামের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ বলেন, দিনে গরমের তীব্রতা বেশি থাকছে ও রাতে কিংবা ভোরের দিকে বৃষ্টির কারণে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। পরিবেশের এমন তারতম্য শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া শিশুদের ঘরের বাইরে না নেওয়া উচিত।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ত ব র জ বর চ ক ৎসক র ওপর
এছাড়াও পড়ুন:
অবৈধভাবে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: ফয়জুল করীম
হত্যা, চাঁদাবাজি, লুটতরাজ করে অবৈধভাবে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শনিবার বিকেলে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের অশ্বিনী কুমার টাউন হলে এ সমাবেশ হয়। সমাবেশ শুরুর আগে ঢাকার সোহাগ হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল নগরী প্রদক্ষিণ করে।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ সময় বলেন, বিএনপি ও আওয়ামী লীগের চরিত্র একই। দল দুটির নেতাকর্মীরা খুনি, ধর্ষক। হাতে তাদের রক্তমাখা থাকে। লোক দেখানো বহিষ্কার নয়, রাজধানীতে পাথর ছুড়ে প্রকাশ্যে যুবক হত্যার দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে।
তিনি আরও বলেন, যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছে। ঢাকায় সোহাগ হত্যার ঘটনাটি পুলিশ ভিন্নখাতে নিতে ষড়যন্ত্র চালাচ্ছে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।
মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আলামিন, মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিম, সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম প্রমুখ।