গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Published: 24th, May 2025 GMT
গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৪টার দিকে পৌর শহরের বৈরি হরিণমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৭) ও আব্দুল আজিজের ছেলে লাবিব (৬)। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘‘দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে ডুবে যায়। বিকেলে দুই শিশুর লাশ ভেসে উঠলে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’’
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঢাকা/মাসুম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাইবার আক্রমণের শিকার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট—বাফুফের দাবি
শনিবার রাত ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের। হামজা-শমিতরা দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলবেন তাই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তবে কিছুক্ষণ পরেই ঝামেলা শুরু হয় টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাইয়ে (https://tickify.live)। বেশির ভাগ মানুষই টিকিট কিনতে ঢুকে ব্যর্থ হয়েছেন। নির্দিষ্ট একটি ধাপের পর আর এগোনো যায়নি। অনেকে আবার ওয়েবসাইটেই ঢুকতে পারেননি। ‘503 Service Temporarily Unavailable’—এমন বার্তাই পেয়েছেন তাঁরা।
এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের দাবি টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবেও বলে লিখেছে তারা।
বাংলাদেশ দলের অনুশীলনে হামজা চৌধুরী