ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে। হাসপাতালটি শুরুর দিকে মাত্র ৩০০ শয্যা নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার শয্যায়। মূল শহরে হাসপাতালটির অবস্থান হওয়ায় সুচিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন কয়েক হাজার রোগী।

হাসপাতালটির গুরুত্বপূর্ণ অংশ জরুরি বিভাগে প্রতিদিন শত শত রোগী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু এ বিভাগের অব্যবস্থাপনা সম্পর্কে বলতেই হয়। সেখানে নেই সঠিক বর্জ্য নিষ্কাশনব্যবস্থা। সেখানকার টয়লেট ও গোসলখানার পরিবেশ নোংরা, বারান্দা অপরিষ্কার (যেখানে রোগীদের বিছানাও রয়েছে অপরিষ্কার মেঝেতে)। এমনকি সুপেয় বা পানযোগ্য পানি আনতেও যেতে হয় নিচতলায়। বারান্দায় থাকা রোগীদের চিকিৎসাসেবা পেতেও যথেষ্ট বেগ পেতে হয়।

এমন অস্বাস্থ্যকর পরিবেশে রোগীর সঙ্গে আসা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আমরা আশা করব জরুরি বিভাগসহ হাসপাতালের সব বিভাগের সঠিক ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জান্নাতুল মুশরাত জেবিন

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২