অভয়নগরে তরিকুল হত্যা: পুরুষশূন্য ডহর মশিয়াহাটী গ্রাম
Published: 24th, May 2025 GMT
যশোরের অভয়নগরে পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রাম। ঘটনার পরপরই গ্রামটি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তরিকুল হত্যার পরপর অজ্ঞাত ব্যক্তিরা গ্রামে ঢুকে প্রায় ২০টি বাড়ি লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়।
ঘটনাটি বৃহস্পতিবার (২২ মে) রাতের। পরদিন শুক্রবার (২৩ মে) সারা দিন ভষ্মীভূত বাড়িগুলোতে চলতে থাকে আহাজারি।
আরো পড়ুন:
অভয়নগরে কৃষক দল নেতাকে হত্যার পর ২০ বাড়িতে আগুন
আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
সরেজমিন দেখা যায়, ডহর মশিয়াহাটী গ্রামে বাড়িগুলো পুড়ে ভষ্ম হয়ে আছে। ঘরের ভেতর পড়ে আছে আগুনে পোড়া জিনিসপত্রের ছাই। কোনো কোনো বাড়ির ঘরের মধ্যে ভাঙচুর করা খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল, আলনা, আলমারি বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। পোড়া বাড়িরগুলোর সামনে পড়ে আছে অনন্ত পাঁচটি পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল এবং একটি ইঞ্জিনচালিত ভ্যান।
ঘরের টিনগুলো পুড়ে দুমড়েমুচড়ে পড়ে আছে। ঘরে চাল নেই, জানালাগুলো ফাঁকা পড়ে আছে। কয়েকটি ঘরের ভেতরে ঢুকতেই নাকে এল পোড়া গন্ধ। ঘরের ভেতরে পুড়ে কয়লা হয়ে আছে আসবাবপত্র, আছে জামা-কাপড়, লেপ-তোশক-বিছানা, টেলিভিশন, ফ্রিজ। আগুনের শিখায় কয়েকটি বাড়ির পাশের গাছ পুড়ে গেছে।
বাড়িগুলোতে কথা বলার মতো কোনো পুরুষ মানুষ চোখে পড়েনি। কথা হয় কয়েজন প্রবীণ লোকদের সঙ্গে।
স্মৃতি বিশ্বাস নামে বৃদ্ধা বলেন, “আমাকে পচুর মারা হয়েছে। আমি উঠে বসতে পারছি না, আমার যা কিছু ছিল সব পুড়িয়ে দিয়েছে ওরা। আমাদের কী অপরাধ?”
একইভাবে পান্না বিশ্বাস নামে এক গৃহিনী বলেন, “আমার পরিবারের চারটি জীবন ছাড়া কিছু আর নেই, পরনের কাপড়ও ছেড়া। কি নিয়ে বেঁচে থাকব, কিছু নেই! চারদিকে আমার হতাশার ছাপ।”
৬০ বছর বয়সী এক বৃদ্ধা বলেন, “তোমরা খাওয়ার দিলেও খেতে পারব না। খাওয়ার জন্য যে ব্যবস্থা লাগে তা আমাদের কিছুই নেই। আমরা হয়তো আর কোনোদিন নিজ বাড়িতে রান্না করে খেতে পারব না। পরিবারের মানুষগুলো নিয়ে একটু শান্তিতে বসবাস করতে পারব না।”
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, হত্যার ব্যাপারে এখনো কোনো অভিযোগ আসেনি। এজন্য এখনো মামলা রেকর্ড করা সম্ভব হয়নি। এছাড়া হত্যাকাণ্ড ঘিরে ডহর মশিয়াহাটী গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ না দেয়াই পুলিশ সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।
ঢাকা/রিটন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অভয়নগরে কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় ২০ বাড়িতে আগুন
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৪৮) সরদারকে গুলি করে হত্যার ঘটনায় ২০টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন একদল লোক।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত তরিকুল ইসলাম পৌর কৃষক দলের সভাপতি ও পৌরসভার ধোপাদি গ্রামের বাসিন্দা ছিলেন। ডহর মশিয়াহাটী গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে তাকে হত্যা করা হয়।
আরো পড়ুন:
দৌলতপুরে পরীক্ষা দিতে এসে হামলার শিকার ২ শিক্ষার্থী
ডিআরইউয়ে সন্ত্রাসী জাকির গংয়ের হামলার শিকার সভাপতিসহ অনেক সাংবাদিক
শুক্রবার (২৩ মে) ডহর মশিয়াহাটী গ্রামে গেলে দেখা যায়, বাড়িগুলো আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। কয়েকটি বাড়ির ভেতরে ঢুকে দেখা গেছে, আগুনে ঘরের আসবাবপত্র, জামা-কাপড় ও লেপ-তোশক-বিছানা কয়লা হয়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, হত্যাকাণ্ডের পর একদল লোক ডহর মশিয়াহাটীতে এসে ঘরে থাকা টাকা, স্বর্ণ লুট করার পর একের পর এক বাড়িতে আগুন দেয়। অনেককে মারধর করা হয়। আগুনে ধানের গোলা, বসত ঘর ও গোয়ল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অন্তত পাঁচটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। হত্যাকাণ্ডের পর রাত ৯টার দিকে সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারে চারটি দোকান লুট করা হয় ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। বাজার থেকে ইলেকট্রিক মিস্ত্রি সুব্রত মন্ডলের মোটরসাইকেল নিয়ে গেছেন নাম না জানা লোকজন।
ভুক্তভোগী এক নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, বাড়ির কোনো কিছুই অবশিষ্ট নেই। সব আগুনে পুড়ে গেছে। পাসপোর্ট ও ওষুধ ছিল, তার সব পুড়ে গেছে।
কী কী হারিয়েছেন এর তালিকা করতে বললে তিনি জানান, তালিকা করে কোনো লাভ নেই। কোনো কিছুই আর ফিরে পাব না। বাড়ির ছয়টি মানুষ বেঁচে আছি এটাই অনেক।
এদিকে, ডহর মশিয়াহাটী গ্রামে হামলার শিকার বাড়িগুলো পরদর্শন করেছেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এর প্রতিবাদে কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ঢাকা/রিটন/মাসুদ