দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ নীতিমালা বাতিলের দাবি
Published: 25th, May 2025 GMT
‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং শ্রমিক শোষণ স্থায়ী করার অপকৌশল বলে মন্তব্য করেছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন। এ ছাড়া জারি করা নীতিমালা বাতিল, বিএডিসিতে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণের জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায় সংগঠনটি।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার বলেন, কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী কৃষি ফার্ম শ্রমিকরা তাদের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কৃষি মন্ত্রণালয়ের অধীন গবেষণা প্রতিষ্ঠানগুলো এই নীতিমালা অনুসরণ করলেও অধিকাংশ ক্ষেত্রে বিএডিসি কর্তৃপক্ষ এই নীতিমালা মানছে না।
তিনি বলেন, কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭-এর সঙ্গে নতুন নীতিমালা সম্পূর্ণ সাংঘর্ষিক। অর্থ মন্ত্রণালয়ের জারি করা নতুন নীতিমালাটি অসম্পূর্ণ ও বিভ্রান্তিমূলক। বিএডিসিসহ কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলো এটির ভুল ব্যাখ্যা করে বিদ্যমান জনবলের (নিয়মিত ও অনিয়মিত শ্রমিক) ধরন সাময়িক শ্রমিক হিসেবে বিবেচনা করবে এবং সে অনুযায়ী সুবিধাদি দেওয়া হবে বলে শ্রমিকদের বলা হচ্ছে বলেও জানান তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কমিটি বাতিলের গুঞ্জন ভিত্তিহীন: আটাব
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান নির্বাহী কমিটির বিরুদ্ধে ‘ভিত্তিহীন অপপ্রচার’ চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তারা বলেছেন, আটাবের কমিটি বাতিলের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের এয়ার টিকিট বাজারে সক্রিয় সিন্ডিকেট ভাঙতে আটাবের সাহসী অবস্থানের জেরে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বুধবার সংগঠনটির মহাসচিব আসফিয়া জান্নাত সালেহের সই করা বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের এয়ার টিকিট বাজারে টিকিট সিন্ডিকেট ভেঙে জনগণের স্বার্থে সহনীয় ও স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে বর্তমান কমিটি দৃঢ় অবস্থান নেয়। এর পর থেকেই সংশ্লিষ্ট সিন্ডিকেট চক্র মিথ্যা অভিযোগ দায়ের করে, বিভ্রান্তিকর ও বিকৃত তথ্য ছড়িয়ে গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা চালায়। পাশাপাশি নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কমিটি বাতিলের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এতে বলা হয়, গত ৭ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগ কার্যালয়ে আটাব কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। তবে শুনানিতে কমিটি বাতিল-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
টিকিট সিন্ডিকেট চক্র মিথ্যা গুজব ছড়িয়ে আটাবের প্রায় চার হাজার সদস্যসহ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সদস্যদের আত্মমর্যাদায় আঘাত লাগছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত এয়ার টিকিট মূল্য বৃদ্ধির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আটাব ভবিষ্যতেও সোচ্চার অবস্থান নেবে এবং সিন্ডিকেট প্রতিরোধে সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে।