ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত হেরোইনের পরিমাণ ১ কেজি ১২৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে কপোতক্ষ ট্রেনে অভিযান চালায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো.

সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

‘তামাকে প্রতিদিন ৪৪২ মৃত্যু, এসডিজি অর্জনে বড় বাধা’

গোপালগঞ্জে নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালায় বিজিবি। এসময় ট্রেনের ‌‌‘ঙ’ নম্বর বগি থেকে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে জব্দকৃত মাদক নষ্ট করা হবে বলে জানায় বিজিবি।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ র ইন

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বজ্রপাতে ২ ভাই নিহত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছে। রবিবার (৪ মে) বিকাল ৩টায় উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়া যমুনার ঘা‌টে বজ্রপাতের তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন, সিরাজগন্জের কাজীপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের ছে‌লে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দুর্ঘটনার আগে নিহত দুই ভাই যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছের আড়তে বিক্রি করেন। এরপর বিকেল ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাছের আড়তের নিচে যমুনা নদীর ঘাটে আগে থেকে বেঁধে রাখা নৌকা ভালোভাবে বাঁধতে যান। এমন সময় তা‌দের উপর বজ্রপাত হতে তারা পা‌নি‌তে প‌ড়ে যায়। প‌রে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার ক‌রে।

আরো পড়ুন:

সুনামগঞ্জে বজ্রপাতে ২ যুবক নিহত 

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুু

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিলুর ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যায়। প‌রে লা‌শের সুরতহাল শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত নিবন্ধ