বর্ণিল ফুলে সেজেছে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের দুই পাশ
Published: 5th, May 2025 GMT
বাংলার গ্রীষ্ম মানেই প্রকৃতির এক বিশাল ক্যানভাস, যেখানে রং ছড়ায় কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুলের মতো বর্ণিল সব ফুল। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে বের হয়ে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়ক ধরে সামনে এগিয়ে গেলে চোখে পড়ে প্রকৃতির এই মনোমুগ্ধকর ক্যানভাসের।
এখানে রাস্তার দুই পাশের কৃষ্ণচূড়া, জারুল, রাধাচূড়া, সোনালু ও জারুল ফুটে আছে প্রায় ১ কিলোমিটার জায়গাজুড়ে। রাস্তার ওপর দিয়ে গাছের সবুজ পাতা ভেদ করে উঁকি দিচ্ছে রঙিন ফুলগুলো। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। স্থানীয় বাসিন্দারা সকালে কিংবা বিকেলে হাঁটতে বের হয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকছেন ফুলগাছের নিচে। পরিবার নিয়ে আসছেন অনেকে। তরুণ-তরুণীদের হাতে মুঠোফোন বা ক্যামেরা, তাঁরা আগ্রহ নিয়ে নিজেদের ছবি তুলে রাখছেন, কেউ কেউ আবার ভ্লগ বানাচ্ছেন।
ক্যাপশন: আগুনরঙা কৃষ্ণচূড়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘বলিউড জঘন্য’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন বাবিল, যা বললেন
গতকাল রোববার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। ভিডিও পোস্ট করে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন বাবিল। নাম বলেন বেশ কয়েকজন বলিউড তারকার। এ সময় তাঁকে অঝোরে কাঁদতে দেখা যায়।
আরও পড়ুন‘বলিউড জঘন্য’, ভিডিওতে কান্নায় ভেঙে পড়লেন ইরফান-পুত্র বাবিল১৯ ঘণ্টা আগেপরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে দেন। গতকাল বিকেলে বাবিলের ঘটনা নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়। এদিকে গতকাল রাতে আবারও ইনস্টাগ্রামে ফিরেছেন বাবিল। দিয়েছেন ঘটনার ব্যাখ্যা। খবর এনডিটিভির
বাবিলের ইনস্টাস্টোরিতে দেখা যায়, কুবরা সেটের ভাগ করে নেওয়া একটি বিবৃতি। সেখানেই অভিনেতা কৃতজ্ঞতা জানান সবাইকে। তিনি লেখেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ।
বাবিল খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে