পাকিস্তানের ড্রোন ও অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংসের দাবি ভারতের
Published: 10th, May 2025 GMT
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে। তারা দেশের পশ্চিম সীমান্তে পাকিস্তানের ছোড়া ড্রোন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, “আমাদের পশ্চিম সীমান্তে পাকিস্তানের ড্রোন হামলা ও অন্যান্য যুদ্ধাস্ত্রের তীব্রতা অব্যাহত রয়েছে।”
সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের একটি সামরিক ঘাঁটির উপর দিয়ে একাধিক ‘সশস্ত্র ড্রোন’ উড়তে দেখা গেছে।
আরো পড়ুন:
ভারতের বেশিরভাগ হামলা প্রতিহতের দাবি পাকিস্তানের
ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু করেছে পাকিস্তান
ভারতীয় সেনাবাহিনী আরো জানিয়েছে, “আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে আক্রমণ করে এবং শত্রুপক্ষের ড্রোনগুলো ধ্বংস করে দেয়”।
‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিক্রিয়ায় পাকিস্তান শনিবার ভোরে ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করার কথা বলার কয়েক ঘণ্টাই পরেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিবৃতিতে এসেছে।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারত গতকাল শুক্রবার দিবাগত রাতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, যার মধ্যে রাজধানী ইসলামাবাদের কাছে একটি বিমানঘাঁটিও রয়েছে।
এর প্রতিক্রিয়ায় শনিবার ভোরে ভারতের অন্তত পাঁচটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যে দেশে হতে পারে আইপিএলের বাকি অংশ
বুধবার (৭ মে) যুদ্ধ শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। যার জেরে বাতিল হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) বাদবাকি ম্যাচগুলো। ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসের সূত্রে অনুযায়ী ভারত এবং আন্তর্জাতিক ক্রিকেট কর্তৃপক্ষের (আইসিসি) কাছ থেকে কোনো অনুরোধ এলে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইপিএলের বাদবাকি ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনা করতে পারে।
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (৮ মে) পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার খেলা চলাকালীনই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। অন্যদিকে পিএসএলের খেলাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আসরটির বাকি অংশের খেলা শেষ করার থাকলেও সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।
আইপিএলের গ্রুপ পর্বে এখনো ১২টি ম্যাচ বাকি আছে এবং এরপর রয়েছে প্লে-অফের ৪টি ম্যাচ। এক বিবৃতিতে আইপিএল কতৃপক্ষ জানায়, “চলমান আইপিএল ২০২৫ অবিলম্বে এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো। এই সিদ্ধান্তটি আইপিএল গভর্নিং কাউন্সিল সকল প্রধান স্টেকহোল্ডার, ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী, স্পনসর এবং ভক্তদের সঙ্গে আলোচনা করে নিয়েছে। বিসিসিআই আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখে, তবে এই পরিস্থিতিতে সকলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরো পড়ুন:
দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিতে তোলপাড়
আমিরাতে আইপিএল আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার
এদিকে ইসিবি নিশ্চিত করেছে যে, ভারতের আসন্ন টেস্ট সিরিজ (জুন-আগস্ট) নির্ধারিত সময় অনুযায়ীই হবে।
সিরিজ সূচি:
প্রথম টেস্ট: ২০-২৪ জুন- হেডিংলি
দ্বিতীয় টেস্ট: ২-৬ জুলাই- এজবাস্টন
তৃতীয় টেস্ট: ১০-১৪ জুলাই- লর্ডস
চতুর্থ টেস্ট: ২৩-২৭ জুলাই- ওল্ড ট্র্যাফোর্ড
পঞ্চম টেস্ট: ৩১ জুলাই-৪ আগস্ট- দ্য কিয়া ওভাল।
সমস্যা হচ্ছে, ইংল্যান্ডের পক্ষে আইপিএল ম্যাচ আয়োজন করা বেশ কঠিন হবে। কারণ ইতিমধ্যে দেশটির ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য বুধবার ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে। সেই হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং ৪৬ জন আহত হয়েছেন বলে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে। ভারতের দাবি, ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে, যেখানে ২৬ জন নিহত হন। ভারত আরও অভিযোগ করেছে যে, হামলাকারীদের পাকিস্তান মদত দিয়েছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে।
ঢাকা/নাভিদ