আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
Published: 9th, May 2025 GMT
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। পূর্ব ঘোষণা দিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে অবস্থান নেয় তারা।
পরে ৭ দফা দাবি দিয়ে তারা মহাসড়ক ছেড়ে উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চের দিকে চলে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পেশ করা তাদের দাবিগুলো হল-, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে জঙ্গী সংগঠন হিসেবে ঘোষণা করা; তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর বিচারের আওতায় এনে সাংবিধানিকভাবে স্থায়ী নিষিদ্ধ করা; তাদের নেতাদের সেইফ এক্সিট কারা দিয়েছে তাদের তালিকা প্রকাশ করা; যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগের বিভিন্ন প্রাণহানীমূলক রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বিচারের আওতায় আনা; অবিলম্বে দণ্ডবিধির ১৩২ ধারা বাতিল করা; জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে করে রায় কার্যকর করা এবং আওয়ামী লীগ পূনর্বাসনের অভিযোগ যেসব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে এবং যারা নিয়মিত অফিস করেন না, তাদের বিরুদ্ধে অতি দ্রুত তদন্ত শুরু করা এবং সকল সুশীল উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা। খবর বাসসের
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে তারা আগামীকাল শনিবার বিকেলে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেডের ঘোষণা দেওয়া হয়েছে।
অবরোধ প্রসঙ্গে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত ডিআইজি মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ সড়ক অবর ধ আওয় ম
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।