আ.লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ
Published: 9th, May 2025 GMT
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সাতমাথার শেরপুর রোড, নবাববাড়ী রোড, স্টেশন রোড অবরোধ করেন করেন তারা।
সাতমাথার সড়ক অবরোধ থাকায় শহরের ভেতরে যানজটের সৃষ্টি হয়। রাত পৌনে ১০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আটকা পড়া যানবাহন চলাচলের ব্যবস্থা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ১০টা) বিক্ষোভ চলছিল।
আরো পড়ুন:
আ.
আ.লীগ নিষিদ্ধের দাবি: যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ‘খুনি হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, আওয়ামী লীগ নো মোর’ বলে স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, “আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হলে আমরা উত্তরবঙ্গ ব্লকেড দেবে।”
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান বলেন, “আন্দোলনের ফলে শহরে যানজট দেখা দিয়েছিল। সেনাবাহিনী গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে যানজট নেই।”
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ জুমার নামাজের পর ছাত্র-জনতা ডিসি বাংলোয় ব্যানার টানিয়ে দুই পাশের সড়ক ব্লক করে বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভ চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এছাড়া বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির।
ঢাকা/এনাম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ অবর ধ সড়ক অবর আওয় ম অবর ধ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।