২ / ৯সেদ্ধ করা ধান হাউস থেকে তোলা হচ্ছে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দিল্লিতে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত
অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহকে দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভারতের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করার কথা ছিল। তবে, ওই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করার কথা ছিল রিয়াজ হামিদুল্লাহর। তিনি ছাড়াও পাঁচ জন দূতের পরিচয়পত্র পেশ করার আয়োজন ছিল। তবে, শেষ পর্যন্ত ওই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রিয়াজ হামিদুল্লাহ গত ৭ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয় দেখভাল করতেন।
রিয়াজ হামিদুল্লাহ নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কাতেও বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
বিসিএস ফরেন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে বিভিন্ন উইংয়ে নিয়োজিত ছিলেন। তিনি জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনেও বিভিন্ন পদে কাজ করেছিলেন।
ঢাকা/হাসান/রফিক