রাজধানীতে ‘ইউজ অব আলট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সি অ্যান্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকাস্থ ক্যাম্পাসে চতুর্থ বারের মতো এর আয়োজন করে আলট্রাসাউন্ড একাডেমি এন্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)। সেমিনারে গত ২০২৪ সেশনে ইউরাইব থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ১৬০ জন চিকিৎসককে সার্টিফিকেট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বারাক পিআরপি মেডিকেল সেন্টারের সহকারী সার্জন ও মগবাজারের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক মেডিকেল অফিসার ডা.

ওয়ারদে জান্নাত রোজি, ইউরাবের কোর্স কো-অর্ডিনেটর ডা. রুবিনা সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আল্ট্রাসাউন্ড চিকিৎসা বিজ্ঞানে যে নতুন দ্বার উম্মোচন করেছে, তার যথাযথ সুফল যাতে রোগীরা পায় সেজন্য গুণগত আল্ট্রাসাউন্ড শিক্ষার গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এআরডিএমএস লাইসেন্স এক্সাম প্রস্তুতির কোর্স ইউরাইব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে। 

প্রসঙ্গত, ইউরাইব আল্ট্রাসনোগ্রামের এক বছর মেয়াদি কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড (ডিএমইউ), অ্যাডভান্সড ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড (এডিএমএস) কোর্স, ৩ মাস মেয়াদি সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড (সিএমইউ), অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার, গাইনি অ্যান্ড অবস, মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড, টিভিএস থাইরয়েড অ্যান্ড ব্রেস্ট আলট্রাসাউন্ডের মতো বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোর্সসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এআরডিএমএস লাইসেন্স এক্সাম প্রিপারেশন কোর্সও পরিচালনা করে আসছে। ২০২০ থেকে এখন পর্যন্ত ইউরাইব থেকে প্রায় ১ হাজার ১০০ ডাক্তার এসব কোর্স সম্পন্ন করেছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ট র স উন ড

এছাড়াও পড়ুন:

রাজধানীতে গর্ভকালীন আলট্রাসাউন্ডের ব্যবহার নিয়ে সেমিনার

রাজধানীতে ‘ইউজ অব আলট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সি অ্যান্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকাস্থ ক্যাম্পাসে চতুর্থ বারের মতো এর আয়োজন করে আলট্রাসাউন্ড একাডেমি এন্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)। সেমিনারে গত ২০২৪ সেশনে ইউরাইব থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ১৬০ জন চিকিৎসককে সার্টিফিকেট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বারাক পিআরপি মেডিকেল সেন্টারের সহকারী সার্জন ও মগবাজারের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক মেডিকেল অফিসার ডা. ওয়ারদে জান্নাত রোজি, ইউরাবের কোর্স কো-অর্ডিনেটর ডা. রুবিনা সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আল্ট্রাসাউন্ড চিকিৎসা বিজ্ঞানে যে নতুন দ্বার উম্মোচন করেছে, তার যথাযথ সুফল যাতে রোগীরা পায় সেজন্য গুণগত আল্ট্রাসাউন্ড শিক্ষার গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এআরডিএমএস লাইসেন্স এক্সাম প্রস্তুতির কোর্স ইউরাইব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে। 

প্রসঙ্গত, ইউরাইব আল্ট্রাসনোগ্রামের এক বছর মেয়াদি কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড (ডিএমইউ), অ্যাডভান্সড ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড (এডিএমএস) কোর্স, ৩ মাস মেয়াদি সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড (সিএমইউ), অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার, গাইনি অ্যান্ড অবস, মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড, টিভিএস থাইরয়েড অ্যান্ড ব্রেস্ট আলট্রাসাউন্ডের মতো বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোর্সসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এআরডিএমএস লাইসেন্স এক্সাম প্রিপারেশন কোর্সও পরিচালনা করে আসছে। ২০২০ থেকে এখন পর্যন্ত ইউরাইব থেকে প্রায় ১ হাজার ১০০ ডাক্তার এসব কোর্স সম্পন্ন করেছেন।

সম্পর্কিত নিবন্ধ