রাজধানীতে ‘ইউজ অব আলট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সি অ্যান্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকাস্থ ক্যাম্পাসে চতুর্থ বারের মতো এর আয়োজন করে আলট্রাসাউন্ড একাডেমি এন্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)। সেমিনারে গত ২০২৪ সেশনে ইউরাইব থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ১৬০ জন চিকিৎসককে সার্টিফিকেট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বারাক পিআরপি মেডিকেল সেন্টারের সহকারী সার্জন ও মগবাজারের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক মেডিকেল অফিসার ডা.

ওয়ারদে জান্নাত রোজি, ইউরাবের কোর্স কো-অর্ডিনেটর ডা. রুবিনা সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আল্ট্রাসাউন্ড চিকিৎসা বিজ্ঞানে যে নতুন দ্বার উম্মোচন করেছে, তার যথাযথ সুফল যাতে রোগীরা পায় সেজন্য গুণগত আল্ট্রাসাউন্ড শিক্ষার গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এআরডিএমএস লাইসেন্স এক্সাম প্রস্তুতির কোর্স ইউরাইব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে। 

প্রসঙ্গত, ইউরাইব আল্ট্রাসনোগ্রামের এক বছর মেয়াদি কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড (ডিএমইউ), অ্যাডভান্সড ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড (এডিএমএস) কোর্স, ৩ মাস মেয়াদি সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড (সিএমইউ), অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার, গাইনি অ্যান্ড অবস, মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড, টিভিএস থাইরয়েড অ্যান্ড ব্রেস্ট আলট্রাসাউন্ডের মতো বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোর্সসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এআরডিএমএস লাইসেন্স এক্সাম প্রিপারেশন কোর্সও পরিচালনা করে আসছে। ২০২০ থেকে এখন পর্যন্ত ইউরাইব থেকে প্রায় ১ হাজার ১০০ ডাক্তার এসব কোর্স সম্পন্ন করেছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ট র স উন ড

এছাড়াও পড়ুন:

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি 

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম- জিপিএমএস)’ বাস্তবায়নে অর্থ উপদেষ্টা  সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। 

সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে বাকি দুই সদস্য হলেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কাজের জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) পরিবর্তে নতুন সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) চালু করা হয়েছে। এই জিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব কমিটিকে সহায়তা করবেন। তাছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এ কমিটি জিপিএমএস বাস্তবায়নের বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দেবে। মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসে সেকশন ১-এর আওতায় প্রস্তুত করা পরিকল্পনা অনুমোদন দেবে এবং অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে এ কমিটি।

এছাড়া, প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসের সার্বিক মূল্যায়ন পর্যালোচনা করে সুপারিশ দেবে। জিপিএমএস বিষয়ে সরকারের দেওয়া অন্য যেকোনো দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি