Prothomalo:
2025-05-17@09:12:02 GMT

সমালোচনায় শিখেছেন তামান্না

Published: 17th, May 2025 GMT

সিনেমায় গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নেচে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তামান্না ভাটিয়া। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ওডালা ২’। বক্স অফিসে ছবিটি খুব একটা চলেনি, তবে ওটিটিতে সাড়া ফেলেছে। অভিনয়ের জন্য তামান্নাও পেয়েছেন প্রশংসা।

তবে অভিনয়জীবনে শুধু প্রশংসাই নয়, অনেক সময় সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, গঠনমূলক সমালোচনা তাঁকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছে।

‘জেলার’–এ তামান্না ভাটিয়া। এক্স থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপনির্বাচন করে জয়ী হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। 

ওই পরিবারের ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে ঢাকার বাসা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।
 

সম্পর্কিত নিবন্ধ